তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুমডটটিভি// নতুন পাঁচটি পিক্সেলএক্স ইমেজ প্রসেসিং টেকনোলজি সমৃদ্ধ স্মার্টফোন নিয়ে দেশের বাজারে যাত্রা শুরু করেছে হংকং ভিত্তিক হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান টেকনো মোবাইল। এ ফোনের বিশেষত্ব হচ্ছে এ ফোনের ক্যামেরায় পিক্সেলএক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা দিয়ে রাতের বেলায় স্বল্প আলোতে সেলফিসহ নিখুঁত ছবি তোলা যাবে। দেশে টেকনোর হ্যান্ডসেট বিক্রি করবে ট্রানশান হোল্ডিং বাংলাদেশ।
সোমবার (১৭ জুলাই) রাজধানীর একটি হোটেলে টেকনোর মোবাইল ফোন দেশের বাজারে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ট্রানশান হোল্ডিং বাংলাদেশ লিমিটেডের প্রেসিডেন্ট আরিফ চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক উইলি চুই, প্রধান নির্বার্হী কর্মকর্তা রেজওয়ানুল হকসহ অন্যন্য কর্মকর্তারা।
আরিফ চৌধুরী বলেন, টেকনো মোবাইল বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কাস্টমারদের কোয়ালিটিফুল ও বেস্ট হ্যান্ডসেট উপহার দেওয়ার জন্য। আফটার সেলস সার্ভিসের ক্ষেত্রে আমাদের রয়েছে সবচেয়ে বেশি গুরুত্ব এবং একশ দিনের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
টেকনোর ফোনে অত্যাধুনিক সিকিউরিটি ফিচার ব্যবহার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, টেকনো মোবাইল বিশষ করে স্পেশাল ক্যামেরার ফিচার সমৃদ্ধ ফোন এনেছে। যার ম্যাক্সিমাম ফ্রন্ট ও ব্যাক ক্যামেরায় একই রেজুলেশন রয়েছে।
রেজওয়ানুল হক বলেন, এখন এই মুহুর্তে আমরা দেশে নাম্বার ওয়ান ব্র্যান্ড হতে আসিনি। আমরা এসেসি গ্রাহকরা একবার টেকনো মোবাইল ব্যবহার করলে যাতে অন্য ব্র্যান্ডে যেতে না হয়। পরবর্তিতে এই টেকনো মোবাইল-ই তাদের কিনতে হয়। এ রকম একটি টার্গেট নিয়েই আমরা এগিয়ে যাবো।
সিইও বলেন, বর্তমানে দেশে টেকনোর ১৭ টি সার্ভিস সেন্টার এবং ৬৬ টি সেলস সেন্টার রয়েছে। শিগগিরই আরও ১৬ টি সার্ভিস সেন্টার চালু করা হবে। যাতে কোন ধরণের ভোগান্তি পোহাতে না হয় কাস্টমারদের।
(টেকজুম/১৭জুলাই/এসআর)
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া