তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি// কিছু অত্যাধুনিক কৌশল কাজে লাগিয়ে হ্যাকাররা ওত পেতে রয়েছে আপনার সর্বস্ব হাতানোর জন্য। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনার গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে তারা। এটি করতে তারা ফেসবুক থেকে কোনো মেইল পাঠাবে। আর তা ওপেন করলেই বিপদ।
এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে একটি প্রতিবেদন তৈরি হয়েছে। তা থেকে জানা যায়, ইনবক্সে পাঠানো মেইলে থাকে একটি লিঙ্ক। যা ফেসবুক থেকে পাঠানো হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে ওই মেইল হয়তো ফেসবুক থেকে আসেইনি।
ঐ মেইলে লেখা থাকছে, ‘আপনি বেশ কিছুদিন ফেসবুকে ছিলেন না। আপনার মেসেজগুলি শীঘ্রই ডিলিট হতে চলেছে’। এর সঙ্গেই আপনাকে দুটো অপশন দেওয়া হবে। ‘ভিউ মেসেজ’ এবং ‘গো টু ফেসবুক’। এর কোনও একটিতে ক্লিক করলেই আপনার যাবতীয় তথ্য চলে যেতে পারে হ্যাকারদের হাতে। এই ধরনের মেল পেলে তা এড়িযে চলার পরামর্শই দিচ্ছেন বিশেষজ্ঞরা।
টেকজুম ডটটিভি/২৮আগস্ট/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া