তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুম ডটটিভি// চলতি মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের স্ত্রী প্রিসিলা চ্যান। তাতে দ্বিতীয় সন্তানের বাবা হলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ। । আর তাই মেয়ের নাম রেখেছেন আগস্ট।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে মার্ক নিজেই স্ট্যাটাস দিয়ে এ কথা জানান।
জুকারবার্গ লেখেন, ‘মেয়ে আগস্টকে পেয়ে প্রিসিলা ও আমি খুব খুশি। ওর উদ্দেশে একটি চিঠি লিখেছি আমরা। যাতে সে যে পৃথিবীতে বেড়ে উঠবে, তার সম্পর্কে সম্যক ধারণা পায়। তবে আমরা চাই না ও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাক।’
পরিবারের নতুন এই সদস্যের উদ্দেশে লেখা খোলা চিঠির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন জুকারবার্গ। তাতে মায়ের কোলে শুয়ে থাকা ছোট আগস্টের সঙ্গে খেলতে দেখা গিয়েছে তার বড় মেয়ে, আড়াই বছরের ম্যাক্স চ্যান জুকারবার্গকে।
চিঠিতে মার্ক ও প্রিসিলা লিখেছেন, ‘প্রিয় আগস্ট, আমাদের জীবনে তোমাকে স্বাগত।
টেকজুম ডটটিভি/২৮আগস্ট/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া