সব অ্যাপল ওয়াচ এর সাথেই থাকে একটি ইউএসবি টাইপ-এ চার্জার। এবার অ্যাপল ওয়াচ এর জন্য নতুন টাইপ-সি চার্জার লঞ্চ করল অ্যাপল।
আপাতত শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে এই চার্জার বিক্রি হবে। নতুন ইউএসবি টাইপ-সি অ্যাপল ওয়াচ চার্জারের দাম ২৯ মার্কিন ডলার । নতুন এই চার্জারের সাথে রয়েছে ০.৩ মিটার কেবেল। গত সপ্তাহে ভারতে বিক্রি শুরু হয়েছে অ্যাপল ওয়াচ সিরিজ ৪।
৪০মিমি ও ৪৪ মিমি কেসিং অপশানে পাওয়া যাবে নতুন অ্যাপল ওয়াচ সিরিজ ৪। ডিজাইনের দিক থেকে আগের জেনারেশান থেকে খুব বেশি তফাৎ না এলেও অ্যাপল ওয়াচ সিরিজ ৪ এ থাকবে এজ-টু-এজ ডিসপ্লে।
অ্যাপল ওয়াচ সিরিজ ৪ এর ভিতরে থাকবে অ্যাপল এস৪ চিপসেট। যার মধ্যে রয়েছে একটি ৬৪বিট ডুয়াল কোর প্রসেসার। এছাড়াপ থাকবে একটি নতুন গ্রাফিক্স প্রসেসিং ইউনিট।
এবার থেকেঅ্যাপল ওয়াচ সিরিজ ৪ এর ডিজিটাল ক্রাউন হেপটিক ফিডব্যাক দেবে। এছাড়াও নতুন অ্যাপল ওয়াচ এ যোগ হয়েছে আগের থেকে ভালো স্পিকার। নতুন স্পিকারে আগের থেকে ৫০ শতাংশ জোরে আওয়াজ হবে।
The post অ্যাপল ওয়াচ এর জন্য বাজারে ইউএসবি টাইপ-সি চার্জার appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া