মঙ্গলবার উন্মোচন হয়েছে কোয়ালকম এর লেটেস্ট মোবাইল চিপসেট স্ন্যাপড্রাগন ৬৭৫। এই চিপসেট লঞ্চ ইভেন্টের মঞ্চ থেকে ভারতে শাওমি প্রধান মনু জৈন জানালেন শিঘ্রই এই চিপসেট ব্যবহার করে স্মার্টফোন বাজারে আনবে শাওমি। অগাস্ট মাসে বাজারে এসেছিল স্ন্যাপড্রাগন ৬৭০ চিপসেট। সেই চিপসেট আপডেট করে মঙ্গলবার নতুন স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট লঞ্চ করল কোয়ালকম।
এই মঞ্চ থেকে ভারতে শাওমির সাফল্যের কথা তুলে ধরেন মনু জৈন। ২০১৪ সালের জুন মাসে প্রথম ভারতে এসেছিল চিনের কোম্পানি শাওমি।
প্রথম বছরে ১ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল শাওমি। ২০১৭ সালে ভারতে ৯২ লক্ষ স্মার্টফোন বিক্রি করেছিল চিনের কোম্পানিটি। এই মুহুর্তে ভারতে এক নম্বর স্মার্টফোনের তকমা ধরে রেখেছে বেজিং এর কোম্পানি শাওমি।
এই মঞ্চে মনু বলেন কোম্পানির “রেডমি” সিরিজের স্মার্টফোন গুগল এ বেশ জনপ্রিয়। তিনি বলেন গুগল সার্চে জনপ্রিয় সেলিব্রিটি টম ক্রুজ, অ্যাঞ্জেলিনা জলি, রাবার্ট ডাউনিং জুনিয়ার এমনকি কি কার্দেশিয়ানের থেকে বেশি জনপ্রিয়ন কোম্পানির ‘রেডমি’ সিরিজের ফোনগুলি।
স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেটে রয়েছে ১১এনএম এলিপিপি প্রসেস টেকনোলজি। গেম লঞ্চের সময় স্ন্যাপড্রাগন ৬৭০ এর থেকে ৩০ শতাংশ তাড়াতাড়ি খুলবে স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেট। এছাড়াও নতুন চিপসেটে ৩৫ শতাংশ জলদি ওয়েব ব্রাউজিং করা যাবে।
The post স্ন্যাপড্রাগন ৬৭৫ চিপসেটসহ স্মার্টফোন উন্মোচন করবে শাওমি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া