প্রচলিত আছে- বন্দুকের গুলির মতো একবার বের হলে তা আর ফেরত নেয়া যায় না। ঠিক তেমনি ফেসবুক মেসেঞ্জারের মেসেজের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করে। বার্তা একবার সেন্ড করে ফেললে আর ফেরত নেয়ার সুযোগ নেই! তাই ভুল বার্তা হয়তো ভুল মানুষের কাছে পাঠিয়ে অনেকেই বিব্রতকর পরিস্থিতিতে পরেছেন।
তবে সেই পরিস্থিতি থেকে এবার পরিত্রান হতে যাচ্ছে। ফেসবুকে পাঠানো মেসেজ চাইলে ডিলিট করা যাবে এমন ফিচার আনতে যাচ্ছে মার্ক জুকারবার্গ। ফেসবুক মেসেঞ্জার অ্যাপে যুক্ত হতে যাওয়া নতুন ফিচারের নাম ‘আনসেন্ড’। এর মাধ্যমে ‘চ্যাট থ্রেড’ থেকে পাঠানো কোনও মেসেজ মুছে ফেলতে পারবে বার্তা প্রেরক। মেসেজ পাঠানোর ১০ মিনিটের মধ্যে এই সুযোগ ব্যবহার করতে পারবেন বার্তা প্রেরক। পার্সোনাল এবং গ্রুপ চ্যাট উভয় ক্ষেত্রেই এই ফিচারের সুবিধা পাবেন গ্রাহকরা।
‘আনসেন্ড’ ফিচারে দু’টি অপশন পাবেন ব্যবহারকারীরা। প্রথমটি, ‘রিমুভ ফর ইউ’ এবং দ্বিতীয়টি ‘রিমুভ ফর এভরিওয়ান’, অনেকটা হোয়াটঅ্যাপের মতোই। ডিলিট করতে চাওয়া মেসেজের ওপর খানিক্ষণ স্পর্শ করে থাকলে যে দুটি অপশন মিলবে তার প্রথম অপশন বাছলে প্রেরকের ‘চ্যাট থ্রেড’ থেকে মেসেজ মুছে যাবে, সে ক্ষেত্রে শুধু প্রেরকই মেসেজ দেখতে পাবেন না, বাকিরা সেই মেসেজ পড়তে পারবেন। আর ‘রিমুভ ফর এভরিওয়ান’-এর ক্ষেত্রে যাঁকে বা গ্রুপে যাঁদের মেসেজ পাঠানো হয়েছিল, তাঁরা আর কেউই মেসেজটি দেখতে পারবেন না। পরিবর্তে চ্যাট থ্রেডে লেখা থাকবে ‘মেসেজ ডিলিটেড’ মেসেঞ্জার অ্যাপের নতুন ভার্সনে এই ফিচার সংযোজিত হবে। অ্যান্ডরয়েড এবং আইএসও ইউজার উভয়ই এই ফিচারের সুবিধা পাবেন।
The post মেসেঞ্জারে পাঠানো বার্তা ডিলিট করা যাবে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া