বৃহষ্পতিবার ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সমকাম অপরাধ নয়। রায় ঘোষণা করে প্রধান বিচারপতি দীপক মিশ্র জানিয়ে দিলেন, সমকাম অপরাধ নয়। এর পরেই দেশ জুড়ে সমকামীদের মধ্যে আনন্দের এসেছে। সমাজে প্রায় সব ক্ষেত্রেই সমকামীদের আলাদা করে রাখা হয়। ডেটিং অ্যাপও তার ব্যতিক্রম নয়।
জনপ্রিয় কোন ডেটিং অ্যাপ এই সমকামী সঙ্গী বা সঙ্গিনী খোঁজার উপায় থাকে না। কিন্তু তাই বলে কী সমকামীরা অনলাইন ডেটিং এর স্বাদ থেকে বঞ্চিত হবেন? আসুন দেখে নেওয়া যাক আইফোন ও অ্যান্ড্রয়েড এর সেরা চারটি সমকামী ডেটিং অ্যাপ।
১. গ্রীন্দ্র – গে চ্যাট
২০০৯ সালে উন্মোচন হয়েছিল গ্রীন্দ্র। ১৯২ টি দেশে প্রায় ৫০ লক্ষ সমকামী এই ডেটিং অ্যাপ ব্যবহার করেন। প্রতিদিন প্রায় ১ হাজার সমকামী প্রথমবার এই অ্যাপ ব্যবহার করেন। গ্রাহকের লোকেশান ট্র্যাক করে কাছের সমকামী বন্ধু খুঁজে পেতে সাহাজ্য করে এই অ্যাপ। পুরুষ সমকামীদের ডেটিং এর জন্য গ্রীন্দ্র বিশ্বব্যপী অন্যতম জনপ্রিয় অ্যাপ। অ্যান্ড্রয়েড ও আইওএস এর জন্য পাওয়া যাবে এই অ্যাপ।
২. জো: লেসবিয়ান ডেটিং
মহিলা সমকামী ডেটিং এ অন্যতম জনপ্রিয় অ্যাপ জো: লেসবিয়ান ডেটিং। এই অ্যাপ এর অ্যাপ লোকেশানের উপর নির্ভর করে কাছের সমকামী সঙ্গিনীকে খুঁজে দিতে সাহায্য করবে। আইফোন ও অ্যান্ড্রয়েড এ বিনামূল্যে ডাউনলোড করা যাবে এই লেসবিয়ান ডেটিং অ্যাপ।
৩. অনলি ওমেন: লেসবিয়ান ডেটিং
না থেকেই বোঝা যাচ্ছে শুধুমাত্র মহিলা সমকামীদের ডেটিং অ্যাপ অনলি ওমেন। এই অ্যাপ এর মাধ্যমে আপনার এলাকায় সমকামী সঙ্গীনি খুঁজে পাওয়া সম্ভব। অ্যান্ড্রয়েড ও আইওএস থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে অনলি ওমেন।
4. হরনেট – গে সোশ্যাল নেটওয়ার্ক
সমকামীদের জন্য সম্পূর্ণ আলাদা সোশ্যাল নেটওয়ার্ক হরনেট। এই অ্যাপ এ পাবলিক ছবি ও ব্যক্তিগত ছবি আলাদা করে পোস্ট করতে পারবেন। এই অ্যাপ এর মাধ্যমে বিশ্বব্যাপী সমকামী পুরুষদের সাথে সংযোজ তৈরী করতে পারবেন। আইফোন ও অ্যান্ড্রয়েড এ ডাউনলোড করা যাবে এই গে সোশ্যাল মিডিয়া অ্যাপ।
The post সমকামীদের জন্য ভারতে সেরা চারটি অনলাইন ডেটিং অ্যাপ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া