বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেল ‘ডিজিটাল মানুষ’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) কর্তৃক আয়োজিত ‘বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৮’-এর রিজিওনাল অ্যান্ড রিমোট সার্ভিসেস ক্যাটাগরিতে পুরস্কৃার লাভ করেছে ডিজিটাল মানুষ।

কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট, বাংলাদেশ (আইডিইবি) এর মুক্তিযোদ্ধা হলে বৃহস্পতিবার বিকেলে ৩৫টি ক্যাটাগরিতে পৃরস্কৃত হলো ৭৬টি প্রকল্প। ৬৩৫ জন অংশগ্রহনকারী ছিলেন রিজিওনাল অ্যান্ড রিমোট সার্ভিসেস ক্যাটাগরিতে।

বাংলাদেশ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রনালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীরের হাত থেকে পুরস্কার গ্রহন করলেন ডিজিটাল মানুষের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহি কর্মকর্তা মোঃ খন্দকার অালিফ।

ব্যস্ততম জীবনকে অারাম প্রিয় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিজিটাল মানুষ।অাপনারা ইতিমধ্যেই জেনে থাকবেন ডিজিটাল মানুষ একটি অ্যাপ এবং ওয়েবসাইট ভিত্তিক সার্ভিস প্লাটফর্ম। অ্যাপ্সটির মাধ্যমে অাপনি বাসা অথবা অফিস বসেই অাপনার প্রয়োজনীয় যে কোন সার্ভিসের সমাধান করতে পারবেন ইন্সটেন্টলি।

বর্তমানে ডিজিটাল মানুষ প্লাটফর্মে ৬৫০০+ সার্ভিস প্রোভাইডার রয়েছে। ৮৩+ সার্ভিস ক্যাটাগরিতে কাজ করছে ডিজিটাল মানুষ । ৪৫ হাজার এর বেশি মানুষ সুবিধা পাচ্ছে । বাসার এসি , টিভি , ছাদ বাগান সহ আরও ৮৩ টির ও বেশি সার্ভিস পাওয়া যাচ্ছে ডিজিটাল মানুষ প্লাটফর্মে।

গ্রামীনফোন অ্যাকসেলারেটর এর সহযোগিতা ও প্রশিক্ষনের মাধ্যমে অারও ভালো দিকনির্দেশনায় এগিয়ে যাচ্ছে ডিজিটাল মানুষ প্লাটফর্ম ।

ডিজিটাল মানুষ শুধু ঢাকা শহরে নয় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জে সিটিতে কাজ করছে নিরলস ভাবে।

The post বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেল ‘ডিজিটাল মানুষ’ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস পেল ‘ডিজিটাল মানুষ’ on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: