৪ ক্যামেরাসহ নতুন ফোন বাজারে নিয়ে এলো শাওমি । স্মার্টফোনটির মডেল রেডমি নোট ৬প্রাে । রেডমি নোট ৫প্রাে ফোন থেকে এই ফোনে খুব বেশি পার্থক্য নেই। শুধুমাত্র ক্যামেরা, ডিজাইন ও ডিসপ্লে বিভাগে পরিবর্তন এসেছে। ফোনের ভিতরে থাকছে একই হার্ডওয়্যার।
রেডমি নোট ৬ প্রো ফোনে রয়েছে ডুয়েল সেলফি ক্যামেরা, ১৯ : ৯ ডিসপ্লে, তার উপরে থাকছে একটি নচ, আপডেটেড রিয়ার ক্যামেরা, আগের থেকে বড় ডিসপ্লে।
শাওমি রেডমি নোট ৬ প্রো ফোন অ্যান্ড্রয়েড ৮.১ অরিও অপারেটিং সিস্টেমে চলবে। এর উপরেই থাকবে কোম্পানির নিজস্ব এমআইইউআই স্কিন। ৬ দশমিক ২৬ ইঞ্চি ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯ : ৯। ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। যদিও রেডমি নোট ৫ প্রো-এর মতোই রেডমি নোট ৬ প্রো ফোনেও স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট ব্যবহার করেছে শাওমি।
ছবি তোলার জন্য এই ফোনে আছে ১২ মেগাপিক্সেল ও ৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। সাথে ডুয়াল পিক্সেল অটোফোকাস আর এলইডি ফ্ল্যাশ। ফোনের সামনে থাকবে ২০ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এর সাথেই থাকবে ফেস আনলক ফিচার।
ব্যাকআপের জন্য ফোনে আছে ৪ হাজার এমএএইচ ব্যাটারি। প্রতিষ্ঠানটির দাবি, এই ফোনে খুব সহজেই দুই দিন ব্যাকআপ পাওয়া যাবে।
The post চারটি ক্যামেরা, ডিসপ্লে নচ নিয়ে বাজারে এলো শাওমি নতুন ফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া