তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুম ডটটিভি// বাংলাদেশের সর্ববৃহৎ ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ লিমিটেড দেশের বাজারে নতুন কিছু ফিটবিট ব্র্যান্ডে ফিটনেস ট্রাকার নিয়ে এসেছে। যেগুলো প্রতিষ্ঠানটি ২০ % ডিসকাউন্টে বিক্রি করছে।
স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান ও পরিধানযোগ্য ডিভাইসের ক্ষেত্রে বিশ্বব্যাপী জনপ্রিয় একটি ব্র্যান্ড ফিটবিট। আর এগুলোই নিয়ে এসেছে দারাজ বাংলাদেশ।
ফিটবিটের মডেল- ফ্লেক্স ২, চার্জ২, আলটাফিটনেস, আলটা ক্লাসিক, ব্লেজ, সার্জসহ আরো অনেক মডেল।
সবগুলো মডেলেই পাওয়া যাবে ১ বছরের বিক্রয়োত্তর সেবা দেবে দারাজ।
এই ফিটনেস ট্রেকার গুলোতে আছে হার্টরেট সেন্সর রয়েছে। এছাড়াও এতে ওএলইডি ডিসপ্লে রয়েছে। বিভিন্ন রঙে এগুলো পাওয়া যাবে। দাম ৯ হাজার ৫৯৯ টাকা থেকে ২৪ হাজার ৪০০ টাকা।
টেকজুম ডটটিভি/২৫ জুলাই/ এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া