তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুম ডটটিভি// বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর ১৪৬ টি কোম্পানি চাঁদা পরিশোধ না করতে পারায় তাদের সদস্য পদ বাতিল করেছে।
মঙ্গলবার (২৫জুলাই) দেশের একটি নিউজ পোর্টাল এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, বেসিস নির্বাহী কমিটির ২৫২ তম সভায় এই কোম্পানিগুলোর সদস্যপদ বাতিল করা হয়। ৪ জুলাই ওই সভা অনুষ্ঠিত হয়। বাতিল হওয়া সদস্যদের মধ্যে সাধারণ ক্যাটাগরির ৭০ সদস্য এবং অ্যাসোসিয়েট ক্যাটাগরির ৭৬টি সদস্য কোম্পানি রয়েছে।
বেসিস সভাপতি তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার জানান, ২০১৫ এবং ২০১৬ সালের সদস্য চাঁদা পরিশোধ না করা কোম্পানিগুলো এবার সদস্যপদ হারিয়েছেন। এ নিয়ে গত এক বছরে ৩ শতাধিক কোম্পানি শুধু চাঁদা পরিশোধ না করায় সংগঠনটির সদস্যপদ হারালেন। চাঁদা পরিশোধ না করায় ২০১৬ সালের সেপ্টেম্বরে ১৬৮ কোম্পানির সদস্যপদ বাতিল হয়ে যায়। তখন এর মধ্যে ১০৩ সাধারণ ও ৬৫ সহযোগী ক্যাটাগরির সদস্য ছিল ।
বেসিস সভাপতি বলেন, গঠনতন্ত্র অনুযায়ী চাঁদা ১ বছর পর্যন্ত বকেয়া থাকতে পারে। সাধারণভাবে পরের বছরের ফেব্রুয়ারির মধ্যে তা পরিশোধ করতে হয়। এর পর ৬ মাসের মধ্যে তা পরিশোধ না করলে এমনিতেই সদস্যপদ বাতিল হয়ে যায়। অথচ অন্যায় ও অনৈতিকভাবে এসব সদস্যরা বছরে পর বছর সংগঠনের সুবিধা নিয়ে আসছিলেন।
টেকজুম ডটটিভি/২৫ জুলাই/ এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া