প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের উদ্যোগে মাইক্রোসফট পার্টনার মিট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর দ্য অলিভস হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মাইক্রোসফট বিজনেসের বিভিন্ন টেকনিক্যাল বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্মার্ট টেকনোলজিসের বিজনেস ডেভেলপমেন্ট এজিএম মুহাম্মদ মিরসাদ হোসেন।
প্রতিষ্ঠানটির ডিরেক্টর সেলস জাফর আহমেদ, ডিরেক্টর মার্কেটিং এসএম মহিবুল হাসান এবং মাইক্রোসফট সাউথ এশিয়া নিউ মার্কেটের ওইএম ডিরেক্টর পুবুদু বাসনায়েকে উপস্থিত ছিলেন।
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া