Techzoom.Tv Cyber Talk Powered by REVE Antivirus | Episode : 1 | টেকজুম সাইবার টক পাওয়ার্ড বাই রিভ অ্যান্টিভাইরাস | পর্ব:১
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যাপক উন্নয়নে পুরো বিশ্ব আজ একটা ছোট গ্রাম। এখানে নেই কোন সীমানা। তাই সাইবার জগতে কোনও কিছুই সুরক্ষিত নয়। তাই সাইবার নিরাপত্তায় সর্বপ্রথম প্রয়োজন ব্যবহারকারীদের সচেতনতা। কেননা ব্যক্তি সচেতন না হলে তার ব্যবহৃত ডিজিটাল আইডি বা ডিভাইসের নিরাপত্তা বাইরের একজন চাইলেও সাথে সাথে দিতে পারবেন না। এ জন্য প্রয়োজন ব্যক্তি বা ব্যবহারকারীর সচেতনতা। দেশের সাইবার নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। এজন্য শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়, বরং সচেতনতা তৈরির মাধ্যমে প্রত্যেক নাগরিকের নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখা অনেক গুরুত্বপূর্ণ।
তথ্যপ্রযুক্তি তথা সাইবার নিরাপত্তার নানা বিষয়ে নিয়ে সপ্তাহে আলোচনা করবেন দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। টেকজুম ডটটিভিতে বিশেষ আয়োজন ‘‘টেকজুম সাইবার টক পাওয়ার্ড বাই রিভ অ্যান্টিভাইরাস’’ শোতে দিকনির্দেশনা পাওয়া যাবে। এই বিশেষ আয়োজনে মাঝে মধ্যে প্রশ্নোত্তর পর্বও থাকবে। প্রচারিত হবে প্রতি মঙ্গলবার। চোখ রাখুন টেকজুম ডটটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।
রিভ অ্যান্টিভাইরাসের সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইবনুল করিম রূপেন-এর উপস্থাপনায় এ পর্বে কথা বলেছেন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তামজীদ রহমান লিও।
The post টেকজুম সাইবার টক পাওয়ার্ড বাই রিভ অ্যান্টিভাইরাস | পর্ব:১ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া