স্যামসাং সম্প্রতি ই-কমার্স সংস্থা অ্যামাজন এর সঙ্গে পার্টনারশিপের ঘোষণা করেছে ৷ এর জেরে অ্যামাজন এর গ্রেট ইন্ডিয়ান ফেস্টিবল সেলে স্যামসাংয়ের ফোনে মিলছে বিপুল ডিসকাউন্ট ৷ অ্যামাজনের এই সেল ১০ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে ৷
এই সেলে স্যামসায়ের গ্যালাক্সি নোট ৮ এ মিলছে ৩০ হাজার ৭০০ টাকার ডিসকাউন্ট ৷ অথার্ৎ এই সেলে গ্যালাক্সি নোট ৮ মাত্র ৪৩ হাজার ৯৯০ টাকায় পেয়ে যাবেন গ্রাহকরা ৷
এছাড়া স্যামসাং গ্যালাক্সি এ৮প্লাস মাত্র ২৩ হাজার ৯৯০ টাকায় পেয়ে যাবেন গ্রাহকরা ৷ অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস৯ এ মিলছে ১৯ হাজার ৬০০ টাকার ছাড় ৷ ৬৪ স্টোরেজ সহ স্যামসাং গ্যালাক্সি এস৯ মিলছে মাত্র ৫৭৯০০ টাকায় ৷
The post স্যামসাং মোবাইলে ৩০ হাজার টাকা ডিসকাউন্ট! appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া