বেশ কিছু দিন ধরেই টিজার প্রকাশিত হচ্ছিল। এবার ভিভো অ্যাপেক্স ২০১৯ ফোন লঞ্চের দিন ঘোষণা করল কোম্পানি। এবার প্রতিষ্ঠানটি বাজারে তাদের সেই ফুল স্ক্রিন ডিসপ্লের স্মার্টফোন আনার কথা জানিয়েছে। ২৪ জানুয়ারি ভিভো তাদের অ্যাপেক্স ২০১৯ নামের স্মার্টফোনটি উন্মোচন করবে বলে জানিয়েছে।
চিনের এক মাইক্রো ব্লগিং ওয়েবসাইটে এক পোস্টে ২৪ জানুয়ারী অ্যাপেক্স ২০১৯ লঞ্চের কথা জানিয়েছে ভিভো। টিজার দেখে মনে হচ্ছে এই ফোনে নতুন ধরনের আনলক ফিচার যোগ হতে চলেছে। অথবা থাকতে পারে নতুন প্রযুক্তির ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। গত বছর লঞ্চ হওয়া ভিভো নেক্স ফোনে প্রথম ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার দেখা গিয়েছিল।
একই দিনে ভিভো অ্যাপেক্স ২ নামের আরেকটি ফোন আনতে পারে ভিভো।ফোনটির ফিচার সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে আগে যেসব গুঞ্জন রটেছে সেখানে বলা হচ্ছে, ফোনটিতে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।চিপসেটটি ৭ ন্যানোমিটার প্রযুক্তির বলেও বলা হচ্ছে। যাতে থাকবে অক্টাকোর প্রসেসর, যা ২.৮৪ গিগাহার্জ।
আগে প্রকাশিত টিজার ও একাধিক রিপোর্টে জানা গিয়েছে খুব পাতলা বেজেলের সাথেই ভিভো অ্যাপেক্স ২০১৯ ফোনে থাকবে রাউন্ডেড কর্নার। এছাড়াও থাকবে লিকুইড মেটাল চ্যাসিস। এই ফোনে কোন বাটন থাকবে না। আগামী ২৪ জানিয়ারী চিনে লঞ্চ হবে ভিভো অ্যাপেক্স ২০১৯।
The post স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেটসহ আসছে ভিভো অ্যাপেক্স ২০১৯ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া