ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা জাব্বার বলেছেন, তরুণদের কারণে দুর্বার গতিতে এগিয়ে চলেছে বাংলাদেশ। আইসিটি উন্নয়নে তরুণদের ভূমিকা উল্লেখযোগ্য। সুতরাং আমাদের উচিৎ তরুণদের ভবিষ্যতে বিনির্মাণে সঠিক দিক নির্দেশনা দেয়া।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিশ্বের শীর্ষস্থানীয় আইসিটি সলুশন সরবরাহকারী প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশে তাদের গ্লোবাল ফ্যালশিপ সিএসআর প্রোগ্রাম ‘সিডস ফর দ্য ফিউচার- ২০১৯’ প্রতিযোগিতা শুরু করেছে।
মোস্তফা জব্বার বলেন, ‘হুয়াইয়ে তরুণদের নিয়ে কাজ করে সফলতা পেয়েছে। তরুণদের উদ্ভাবনী প্রতিভাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। ভবিষ্যতকে গতিশীল করবে তরুণরা। বিগত বছরগুলোতে হুয়াওয়ে তাদের সিডস অর দ্য ফিউচার প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের মাঝে জ্ঞানের ক্ষুধা তৈরির একটি কাজ করে আছে। এমন একটি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে প্রশিক্ষণ নিতে পারছে আমাদের তরুণদের জন্য এটা একটা দারুণ ব্যাপার।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ঝাং জেংজুন।
ঝাং জেংজুন বলেন, সিডস পর দ্য ফিউচার ২০১৯ প্রতিযোগিতায় বাংলাদেশে আইসিটি প্রতিভা তৈরি এবং তথ্য-প্রযুক্তি শিক্ষার প্রসারে হুয়াওয়ে বাংলাদেশের ৫টি বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন শিক্ষার্থীকে বাছাই করবে। আগামী দুই মাস চলবে বাছাই প্রক্রিয়া। পরবর্তীতে মেধাবী শিক্ষার্থীদের চীনে হুয়াওয়ে সদর দফতরে নিয়ে যাওয়া হবে।
৫টি বিশ্ববিদ্যালয় হচ্ছে- ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)।
উল্লেখ্য, ২০০৮ সাল থেকে হুয়াওয়ে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিশ্বের ১০৮ টি দেশে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।
The post শুরু হলো হুয়াওয়ের সিডস ফর দ্য ফিউচার প্রতিযোগিতা appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া