২০ ফেব্রুয়ারি লঞ্চ হবে এমআই ৯। প্রায় রোজই টেক জগতের শিরোনামে থাকছে এই ফোন। সম্প্রতি একাধিক রিপোর্টে এই ফোনের একাধিক তথ্য সামনে এসেছে। শুক্রবার শাওমি জানিয়েছে এমআই ৯ ফোনে থাকবে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।
চিনের মাইক্রো ব্লগিং ওয়েবসাইট Weibo তে এক পোস্টে শাওমির প্রধান লেই জুন জানিয়েছেন এমআই ৯ ফোনে থাকবে পপ আপ ডিজাইনের ক্যামেরা ও লেটেস্ট স্ন্যাপড্রাগন স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট।
সর্বপ্রথম ভিভো নেক্স ফোনে দেখা মেলে পপ আপ ক্যামেরা। এরপর অপোর ফাইন এক্স ফোনেও দেখা যায় স্লাইডার ডিজাইন। এবার শাওমিও পপ আপ ডিজাইনের ক্যামেরা আনবে বলে জানা গেছে।
এছাড়াও অফিশিয়াল শাওমি প্রোফাইল থেকে সোশ্যাল মিডিয়ায় এমআই ৯ ফোনের একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। নতুন ছবিতে গোলাপী রঙে গ্রেডিয়েন্ট ফিনিশে এই ফোন দেখা গিয়েছে।
স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট সমৃদ্ধ বেশ কয়েকটি ফোন বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে শাওমির। শক্তিশালী এই প্রসেসর নিয়ে বাজারে আসার অপেক্ষায় আছে এমআই ৯, এমআই ৯ এক্সপ্লোরার এডিশন, এমআই ম্যাক্স ৪ ও পোকোফোন এফ১, গেমিং ফোন ব্ল্যাকশার্ক ও পোকোফোন এফ ১ এর পরবর্তী সংস্করণ।।
The post এমআই ৯ ফোনে থাকবে স্ন্যাপড্রাগন ৮৫৫ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া