নিউ ইয়র্কে আজ উন্মোচিত হতে যাচ্ছে গুগলের ফ্লাগশিপ ফোন গুগল পিক্সেল৩ ও পিক্সেল৩ এক্সএল। দুটি ফোনেই থাকবে লেটেস্ট অ্যান্ড্রয়েড ৯ পাই অপেরাটিং সিস্টেম, স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। পিক্সেল৩ এক্সএল ফোনের ডিসপ্লের উপরে থাকবে একটি কালো নচ। ইতিমধ্যেই ইন্টারনেটে একাধিক রঙে দেখা গিয়েছে এই দুটি স্মার্টফোন।
পিক্সেল ৩ ফোনে ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে এবং পিক্সেল ৩এক্সএল ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে থাকবে। দুটি ফোনেই থাকবে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৪ জিবি র্যাম। নতুন জেনারেশানের পিক্সেল ফোনে থাকবে ডুয়াল সেলফি ক্যামেরা। ফোনের পিছনে থাকবে একটি ১২.২ মেগাপিক্সেল ক্যামেরা।
৬৪ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে নতুন গুগল পিক্সেল৩ আর পিক্সেল৩ এক্সএল।পিক্সেল ৩ এর ভিতরে থাকতে পারে ২৯৫ এমএএইচ ব্যাটারি অন্যদিকে পিক্সেল ৩এক্সএল এর ভিতরে থাকতে পারে ৩৪৩০এমএএইচ ব্যাটারি।
The post আজ উন্মোচন হবে গুগল পিক্সেল৩ ও পিক্সেল৩ এক্সএল appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া