ভিভো নেক্স সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আনলো ভিভো । চিনে নতুন এই স্মার্টফোন লঞ্চ করেছে ভিভো । ভিভো নেক্স সিরিজের নতুন এই ফোনে থাকবে ডুয়েল স্কিন ।
এই ফোন থেকে বাদ গিয়েছে ফ্রন্ট ক্যামেরা। পরিবর্তে ফোনের সামনে যোগ হয়েছে সম্পোর্ণ বেজেল লেস ডিসপ্লে। ভিভো নেক্স ডুয়েল স্কিন ফোনের পিছনের ডিসপ্লে অন করে রিয়ার ক্যামেরা ব্যবহার করেই সেলফি তোলা যাবে। ভিভো নেক্স ডুয়েল স্কিন এর ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন৮৪৫ চিপসেট, ১০ জিবি র্যাম আর ২২.৫ ফাস্ট চার্জিং।
ডুয়াল সিম ভিভো নেক্স ডুয়েল স্কিন ফোনে অ্যান্ডুয়েট ৯ পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ফানটাস ৪.৫ স্কিন। এই ফোনে থাকছে দুটি অ্যামোলিড ডিসপ্লে। ভিভো নেক্স ডুয়েল স্কিন ফোনের সামনে থাকছে ৬.৩৯ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনের পিছনে থাকছে একটি ৫.৪৯ ইঞ্চি ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৬:৯ ।
ছবি তোলার জন্য ভিভো নেক্স ডুয়েল স্কিন ফোনের পিছনে থাকছে তিনটি ক্যামেরা। ১২মেগাপিক্সেল প্রাইমারি সেন্সারে থাকছে অপ্টিকাল ইমেজ স্টেবিলাইজেশান। সাথে থাকছে সেকেন্ডারি ২ মেগাপিক্সেল নাইট ভিশান সেন্সার। আর থাকছে একটি থ্রিডি সেন্সার। এই ফোনের সামনে কোন ক্যামেরা ব্যবহার করেনি ভিভো। ফোনের সামনের ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
The post ডুয়েল স্কিনের স্মার্টফোন বাজারে আনলো ভিভো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া