তিনি দেশের প্রেসিডেন্ট, রাশিয়ায় বিশ্বকাপ ফুটবলে নিজ দেশের প্রতিটি ম্যাচ তিনি ফ্যানদের সারিতে বসে দেখেছেন, ফাইনালে অঝোর বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে তিনি নিজ দলের প্রতিটি খেলোয়াড়কে আলিঙ্গন করেছেন, ম্যাচের পরাজয়ের জন্য সান্ত্বনা দিয়েছেন। হ্যাঁ, তিনি ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার-কিতারোভিচ।
তার ব্যাপারেই চলতি বছর সবচেয়ে বেশি জানতে চেয়েছেন বাংলাদেশের মানুষ। আর একথা জানিয়েছে সার্চ জায়ান্ট গুগলে প্রকাশিত ট্রেন্ডিং সার্চের সেরা তালিকা। এর মধ্য দিয়ে বেরিয়ে এসেছে কোন বিষয়ের প্রতি তাদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।
এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। ভারতীয় এই অভিনেত্রী এক চোখ টিপেই সবার মন জয় করেন। তাকে নিয়ে শুরু হয় তোলপাড়। তখন তার এই চোখ টিপের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
সার্চের ব্যক্তি তালিকায় তৃতীয় স্থানে আছেন মেগান মর্কেল। তিনি ব্রিটিশ রাজপরিবারের সন্তান প্রিন্স হ্যারিকে বিয়ে করেন। এর আগে তিনি অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন।
সম্প্রতি গুগল সার্চের একটি তালিকা প্রকাশ করে সার্চ জায়ান্ট কর্তৃপক্ষ। এতে প্রতিটি দেশের আলাদা তথ্য যোগ করা হয়। পাশাপাশি বিশ্বের সব মানুষের গুগল সার্চ বিশ্লেষণ করে সম্মিলিত একটি তালিকাও প্রকাশ করা হয়।
বাংলাদেশের ক্ষেত্রে তিন ক্যাটাগরিতে এই তালিকা দেয়া হয়েছে। এগুলো হলো- সার্চ, পিপল ও মুভি। পিপল বা ব্যক্তি তালিকায় শীর্ষ দশে থাকা বাকিরা হলেন- মিয়া খলিফা, সানি লিওন, কিলিয়ান এমবাপ্পে, মিয়া মালকোভা, নিক জোনস, খালেদা জিয়া এবং হিরো আলম।
সার্চ তালিকার শীর্ষ তিনে আছে ক্রিকবাজ, ওয়ার্ল্ড কাপ এবং এইচএসসি রেজাল্ট। অন্যদিকে মুভি তালিকার শীর্ষ তিনে আছে থাগস অব হিন্দুস্তান, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার এবং টাইগার জিন্দা হ্যায়।
The post বাংলাদেশিদের আগ্রহের শীর্ষে কলিন্দা-প্রিয়া-মিয়া খলিফা appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া