৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করার ঘোষণা দিল ভিভো । ভারতের প্রদেশের যমুনা এক্সপ্রেসওয়ে কারখানায় এই টাকা লগ্নি করেছে চিনের স্মার্টফোন কোম্পানিটি। আগামী চার বছরে এই কারখানায় ৫ হাজার কর্মী কাজ পাবেন।
ইতিমধ্যেই ৫০ একর জায়গায় এই কারখানা রয়েছে। কারখানার পাশে অতিরিক্ত ১৬৯ একর জায়গা অধিগ্রন করা হয়েছে। ভারতের ক্রমবর্ধমান সাহায্যের জন্যই এই কারখানা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভিভো। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে চিনের কোম্পানিটি।
তবে এই ৪ হাজার কোটি টাকার মধ্যে জমির দাম ধরা নেই। ২০১৪ সালে প্রথম এখানে স্মার্টফোন কোম্পানি তৈরী করেছিল ভিভো। নতুন কারখানা বাড়ানোর সিদ্ধান্ত এই অঞ্চলের আর্নৈতিক চিত্র বদলে দেবে।
ভিভোর ব্যান্ড স্ট্র্যাটিজির ডিরেক্টার নিপুন মার্যা বলেন, “ভারত আমাদের কাছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। ভারতে পরবর্তী ধাপের বৃদ্ধির জন্য আজ আমরা অঙ্গীকারবদ্ধ হলাম। এই কারখানা আশেপাশের অঞ্চলের অর্থনৈতিক চিত্রে আমুল পরিবর্তন নিয়ে আসবে।”
The post ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করল ভিভো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া