হোম সিকিউরিটি ও ড্যাশবোর্ড ক্যামেরা তৈরীর জন্যই জনপ্রিয় শাওমির সাব ব্র্যান্ড ওয়াই আই। সীমিত সময়ের জন্য ভারতে ওয়াই আই অ্যাকশান ক্যামেরার দাম কমালো শাওমি। ফ্লিপকার্ট থেকে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ওয়াই আই ৪কে অ্যাকশান ক্যামেরা।
২০১৭ সালে ১৭ হাজার ৯৯০ টাকায় লঞ্চ হয়েছিল এই ক্যামেরা। বিশেষ ছাড়ে মাত্র ৯ হাজার ৯৯৯ টাকায় এই ক্যামেরা কেনা যাচ্ছে।
এছাড়াও ৪ হাজার ৯৯৯ টাকায় কেনা যাচ্ছে ওয়াই আই অ্যাকশান ক্যামেরা। এই ক্যামেরার দাম ৬ হাজার ৯৯৯ টাকা। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত বিশেষ দামে শুধুমাত্র ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই দুটি অয়াকশান ক্যামেরা।
ওয়াই আই ৪কে অ্যাকশান ক্যামেরাতে ৩০ ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ৪কে ভিডিও রেকর্ড করা যায়। তবে এই ক্যামেরা ওয়াটারপ্রুফ নয়। ওয়াই আই ৪কে অ্যাকশান ক্যামেরায় রয়েছে একটি সনি আইএমএক্স৩৭৭। একবার ফুল চার্জে ২ ঘন্টা ভিডিও রেকর্ড করা যায় এই ক্যামেরায়। তবে ওয়াই আই ৪কে অ্যাকশান ক্যামেরা থেকে ফেসবুক ও ইউটিউব এ লাইভ ভিডিও স্ট্রিম করা যায়।
অন্যদিকে ওয়াই আই অ্যাকশান ক্যামেরায় ৬০ ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে ১০৮০পিক্সেল ভিডিও রেকর্ড করা যায়। এই ক্যামেরায় আলাদা ওয়াটার প্রুফিং কেস কিনতে হবে। একবার ফুল চার্জে ওয়াই আই অ্যাকশান ক্যামেরায় ৯৫ মিনিট ভিডিও রেকর্ড করা যায়। দুটি ক্যামেরায় এসডি কার্ডে ভিডিও রেকর্ড করা যাবে।
The post শাওমির অ্যাকশান ক্যামেরায় বিশাল ছাড় appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া