সপ্তাহ তিনেক আগেই নতুন আইফোন এক্সএস ম্যাক্স কিনেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ওহায়োর এক ব্যাক্তি। সম্প্রতি এই ব্যাক্তির পকেটের মধ্যেই নতুন আইফোন এক্সএস ম্যাক্স ফোনে আগুন ধরে গিয়েছে। এই বিষয়ে অ্যাপল এর সাথে যোগাযোগ করলে নতুন ফোন দেওয়ার কথা জানিয়েছিল কোম্পানি। যা নিয়ে চুড়ান্ত হতাশ ঐ ব্যাক্তি। এবার আইনি পথে হাঁটার কথা ভাবছেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে লঞ্চ হয়েছিল এই বছরের তিনটি নতুন আইফোন এক্সএস ম্যাক্স ।
সম্প্রতি iDropNews এ প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে জে হিলার্ড নামে এক ব্যাক্তির আইফোন এ এই দুর্ঘটনা ঘটেছে। ১২ ডিসেম্বর লাঞ্চ ব্রেকের সময় পকেটের মধ্যে ফোনে উষ্ণতা অনুভব করেন। শিঘ্রই ত্বকে কিছু পোড়ার অনুভিতি হতে শুরু করে। এর পরেই পকেটে থাকা আইফোন এক্সএস ম্যাক্স থেকে সবুজ ও হলুদ রঙের ধোঁয়া বের হতে শুরু করে। এর পরে এক সহকর্মী আগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। এর পরে হিলার্ডের প্যান্টে ফুটো হয়ে যায় ও ত্বকে জ্বালা করতে শুরু করে।
“পকেটে ফোনে আগুন ধরে গিয়েছে বোঝার পরে পকেট থেকে ফোনটি বার করে টেবিলে রাখার সময় আমি অনেকটা ধোঁয়া টেনে নিয়েছিলাম। পরে অফিসের সিকিউরিটি ক্যামেরায় সেই ভিডিও দেখা গিয়েছে।” জানিয়েছেন হিলার্ড।
একই দিনে অফিস শেষে অ্যাপেল স্টোরে গিয়ে এই দুর্ঘটনার কথা জানান তিনি। অ্যাপেল স্টোর থেকে জানানো হয় পুড়ে যাওয়া আইফোন কুপার্টিনোতে কোম্পানির সদর দপ্তরে পাঠানো হবে। সঠিক তদন্তের পরেই তিনি নতুন আইফোন এক্সএস ম্যাক্স পাবেন বলে জানায় অ্যাপেল স্টোর। এছাড়াও অ্যাপেল স্টোর তাকে জামা পারড়, জুতো ও ত্বকের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছে।
তবে শুধু নতুন আইফোন এক্সএস ম্যাক্স হাতে নিয়ে থেকে থাকতে চান না হিলার্ড। এই দুর্ঘটনার সঠিক ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।
The post পকেটের মধ্যেই বিস্ফোরিত আইফোন এক্সএস ম্যাক্স appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া