চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) এক্সপেরিয়া এ২ রেঞ্জের ডিভাইস উন্মোচন করে জাপানভিত্তিক সনি। এখন এক্সপেরিয়া এক্সএ৩ প্লাস রেঞ্জের স্মার্টফোন আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি অনলাইনে নতুন ডিভাইসটির তথ্য প্রকাশ পেয়েছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি ডিগ্রি।
‘এক্সপেরিয়া এক্সএ৩’ নামের ডিভাইসটি আগামী বছর লাস ভেগাসে অনুষ্ঠেয় কনজুমার ইলেকট্রনিকস শোতে (সিইএস) উন্মোচন করা হতে পারে।
এক্সপেরিয়া এক্সএ৩ প্লাসের সঙ্গে এক্সপেরিয়া এক্সএ৩ ও এক্সপেরিয়া এল৩ ডিভাইস দুটিও উন্মোচন করা হতে পারে। সনির এক্সপেরিয়া এক্সএ৩ প্লাস স্মার্টফোনে ৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং নতুন স্ন্যাপড্রাগন ৬০০ সিরিজের প্রসেসর ব্যবহার করা হতে পারে। ডিভাইস দুইটিতে থাকবে কম বেজেলের ডিসপ্লে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাক থাকছে ফোনটিতে।
সংশ্লিষ্ট সূত্রমতে, এক্সপেরিয়া এক্সএ৩ প্লাস স্মার্টফোনের মূল্য ৫১৯ ইউরো নির্ধারণ করা হতে পারে। ডিভাইসটি ব্ল্যাক, গোল্ড ও সিলভার রঙে সরবরাহ করা হবে।
The post নতুন ফোন আনছে সনি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া