অপো আর১৯ স্মার্টফোনটি হতে চলেছে মিডিয়াটেক হেলিও পি৮০ চিপসেটের প্রথম স্মার্টফোন। আর ধারনা করা হচ্ছে অপোর সাব সাবব্র্যান্ড রিয়েলমি ইউ১ স্মার্টফোন হতে যাচ্ছে মিডিয়াটেক হেলিও পি৭০ চিপসেটের প্রথম স্মার্টফোন । ইতিমধ্যেই তার পরবর্তী প্রিমিয়ার মিডিয়াটেক হেলিও পি৯০ মিড-রেঞ্জ এসওসিতে কাজ শুরু করছে। তবে মিডিয়াটেক হেলিও পি৯০ চিপসেট প্রথম কোন ফোনে ব্যবহার করা হচ্ছে তা এখনো জানা যায়নি ।
বৃহস্পতিবার তাইওয়ানিজ চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, অল্প দিনের মধ্যেই তারা শক্তিশালী হেলিও পি৯০ চিপসেট বাজারে আনবে। যাতে থাকবে এআই প্রযুক্তির উন্নত সংস্করণ। মিডিয়াটেক তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এই ঘোষণা দিয়েছে। নতুন এই চিপসেট আসলেই অনেক কিছু বদল করবে। কারণ, এটি অত্যন্ত শক্তিশালী একটি চিপসেট। এটি হবে ব্যাটারি সাশ্রয়ী। একই সঙ্গে এটি ‘সলিড’ ও ‘রিয়েল’ এআই অভিজ্ঞতা দেবে।
চলতি বছরেও বাজারে আনতে পারে মিডিয়াটেক এর নতুন চিপসেট । তবে ক কবে নাগাদ হেলিও পি৯০ বাজারে আনবে সে সম্পের্কে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি । এইদিকে মিডিয়াটেক এর প্রতিদ্বন্দ্বী কোয়ালকম তাদের স্ন্যাপড্রাগন ৮১৫০ চিটসেটটি ডিসেম্বরেই বাজারে ছাড়বে ।
The post মিডিয়াটেক হেলিও পি৮০ চিপসেটের প্রথম স্মার্টফোন অপো আর১৯ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া