লেনোভো অধিকৃত মটোরলা তাদের জি সিরিজের জি৭ ফোন উন্মুক্তের প্রস্তুতি নিচ্ছে। আর এরই মধ্যে ইন্টারনেটে মটো জি৭ ফোনের একটি ছবি ফাঁস হয়ে গিয়েছে। সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে ডিভাইসটির ছবি ও ফিচার সংক্রান্ত নানা তথ্য । স্মার্টফোনটি মূলত বিশাল ব্যাটারি দিকে নজর দিয়ে তৈরি করা হয়েছে ।
একটি নতুন রিপোর্ট থেকে জানা যায় মটো জি৭ ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি থাকবে । মটো জি ৭ পাওয়ারটি এখন মার্কিন ফেডারেল কমিউনিকেশন কমিশন (এফসিসি) দ্বারা প্রত্যয়িত হয়েছে এবং আসন্ন ফোন সম্পর্কে বেশ কিছু বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।
মটো জি৭ স্মার্টফোনটিতে মিলবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৩০ প্রসেসর। ছবি তোলার জন্য পেছনে মিলবে ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা।
The post শক্তিশালী ব্যাটারিসহ আসছে মটো জি৭ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া