চীনা স্মার্টফোন প্রস্তুতকারক কোম্পানি ভিভো তাদের নেক্স সিরিজের নতুন স্মার্টফোন আনার ঘোষনা দিয়েছে । ফোনটির মডেল ভিভো নেক্স ২ । নতুন এই ফোনের প্রধান আকর্ষন ডুয়াল ডিসপ্লে।
সম্প্রতি জেটিই’র সাব ব্র্যান্ড নুবিয়া তাদের নতুন ফোনে এই ডিসপ্লে ব্যবহার করেছে ।
ধারনা করে হচ্ছে এইবছরে ডিসেম্বর মাসে উন্মোচন করা হবে ভিভো নেক্স ২ স্মার্টফোনটি । তবে কোম্পানিটির কাছ থেকে এখনো কোন তারিখ জানা যায়নি।
সর্বশেষ প্রকাশিত তথ্যমতে ভিভো নেক্স ২ স্মার্টফোনটি নুবিয়া এক্স-এর মত একটি ডুয়াল-স্ক্রিন ডিজাইন সমন্বিত করবে। সামনে প্রদর্শনের পর্দা থেকে শরীরের অনুপাত বাড়ানোর জন্য কোম্পানিটি এই নতুন ডিজাইনটি গ্রহণ করছে। চাইলে সব সময় এই ফোনটি ডুয়াল-স্ক্রিন ব্যবহার করা যাবে শুধু সেলফি তোলার সময় ছাড়া ।
ভিভো নেক্স ২ স্মার্টফোনটি তিনটি রিয়াল ক্যামেরা সাথে থাকেছে আরজিবি লুনার রিং ।
গত কয়েক দিন আগে ভিভো আইসিটি প্রযুক্তির আন্তর্জাতিক সিম্পোজিয়ামের সময় তার আসন্ন ৫ জি ফোন সম্পর্কে ঘোষণা করেছিল। গত কয়েক বছর ধরে, ভিভো প্রথম ৫জি ফোন নিয়ে বেশ কঠোর পরিশ্রম করছে ।
The post বাজারে আসছে ডুয়াল ডিসপ্লের ভিভো নেক্স ২ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া