চীনভিত্তিক হুয়াওয়ে স্থানীয় বাজারে এরই মধ্যে মেট ২০ প্রো নামে একটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট উন্মোচন করেছে। দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত হার্ডওয়্যার ও ফিচারের কারণে ডিভাইসটিকে চলতি বছরের সবচেয়ে আলোচিত হ্যান্ডসেট মনে করা হচ্ছে। বিভিন্ন প্রযুক্তি রিভিউ সাইটে কার্যক্ষমতার জন্য ডিভাইসটিকে ‘পাওয়ার হাউজ’ বলা হচ্ছে।
টেক রাডারের তথ্যমতে, জার্মানির নামকরা পণ্যের মান নির্ধারণকারী ‘টিইউভি’ সার্টিফায়েড ব্যাটারি ব্যবহার করা হয়েছে মেট ২০ প্রোতে। এতে দ্রুত চার্জিং সুবিধা ছাড়াও ওয়্যারলেস সুপার চার্জিং ব্যবস্থা রয়েছে। হুয়াওয়ে ম্যাট ২০ প্রো বিশ্বের প্রথম রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি থাকছে যার কারণে চার্জ ফুরিয়ে গেলে আরেকটি মেট সিরিজের স্মার্টফোনের পাশে ধরে চার্জ করা যাবে।
হুয়াওয়ে ম্যাট ২০ প্রো স্মার্টফোনটিতে থাকেছে অ্যান্ড্রয়েড ৯ পাই চালিত ডিভাইসটিতে হুয়াওয়ের নিজস্ব কিরিন ৯৮০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ৪০ মেগাপিক্সেল, ৮ মেগা পিক্সেলের টেলিফটো এবং ২০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ট্রিপল লেন্স রিয়ার লাইকা ক্যামেরা আছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি থাকায় ডিভাইসের ক্যামেরা ছবি ধারণের পাশাপাশি বিভিন্ন তথ্য দিয়েও সহায়তা করবে। যেমন কোন খাবারে কী পরিমাণ ক্যালরি আছে, তা জানিয়ে দেবে ডিভাইসটি। ছবি তুলে সেটি ত্রিমাত্রিক (থ্রিডি) হিসেবে উপস্থাপন করা যাবে।
হুয়াওয়ে ম্যাট ২০ প্রো তে থাকছে ৪২০০ মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি পাশাপাশি ৪০ ওয়াট সুপার চার্জিং প্রযুক্তি যার মাধ্যমে ৩০ মিনিটের মধ্যে ৭০% চার্জ করতে সহায়তা করে।
The post বিশ্বের প্রথম রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি থাকছে হুয়াওয়ে ম্যাট ২০ প্রো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া