গুগল প্লে তে সাবস্ক্রিপশান সার্ভিস শুরু করার পরিকল্পনা করছে গুগল। সম্প্রতি এক রিপোর্টে এই খবর জানা গিয়েছে। নতুন এই সাবস্ক্রিপশান সার্ভিসের নাম হতে চলেছে ‘প্লে পাস’।
নতুন এই সার্ভিসের মাধ্যমে অ্যান্ড্রয়েড গ্রাহকরা পেড অ্যাপ এর মাসিক সাবস্রিপশান কিনতে পারবেন। জুন মাসে প্রথম এই ফিচারের খবর পাওয়া গিয়েছিল।
সম্প্রতি এক সমীক্ষা এই সার্ভিসের খবর আবার সামনে আসে। তবে এই বিষয়ে কোন মন্তব্য করেনি গুগল।
জুন মাসে গুগল প্লে স্টোর এর এপিকে(APK) ফাইল থেকে প্রথম এই ফিচারের কথা জানিয়েছিলেন এক এক্সডিএ(XDA) ফোরামের সদস্য। সেই সময় এক্সডিএ (XDA) ফোরামে তিনি এই সাবস্ক্রিপশান সার্ভিসের কথা জানিয়েছিলেন।
সম্প্রতি Google এর এক সমীক্ষায় এক একটি প্রশ্নে আবার ‘প্লে পাস’ এর উল্লেখ করা হয়েছে। আর তাই আবার শিরোনামে এসেছে এই ফিচার। তবে কবে ন্মতুন এই সাবস্ক্রিপসান ফিচার লঞ্চ হবে সেই প্রসঙ্গে কোন তথ্য জানা যায়নি।
এই সার্ভিস এখনো অফিশিয়ালি শুরু করেনি গুগল। তবে নতুন এর সাবস্ক্রিপশান সার্ভিসের নাম হতে চলেছে ”প্লে পাস’।
The post গুগল প্লে তে থাকবে সাবস্ক্রিপশান সার্ভিস appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া