চলতি বছর জুন মাসে উন্মোচিত হয়েছিল লেনোভো জেড ৫। উন্মোচনের আগে কোম্পানি দাবি করেছিল এই ফোনে থাকবে সম্পূর্ণ বেজেল লেস ডিসপ্লে, ৪টিবি স্টোরেজ। কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি লেনোভো। বাজারে আর দশটা ফোনের মতোই এই ফোনের ডিসপ্লের উপরেও ছিল একটি কালো নচ।
আগামী ১ নভেম্বর বাজারে আসবে এই ফোনের পরবর্তী ভার্সান লেনোভো জেড ৫ প্রো। কোম্পানির এক প্রতিনিধি ইতিমধ্যেই এই ফোনের ছবি দেখিয়েছেন।
সেখানে দেখা গিয়েছে লেনোভো জেড ৫ প্রো ফোনে অপো ফাইন্ড এক্স ও এমআই মিক্স৩ এর মতো স্লাইডার ক্যামেরা ডিজাইন থাকবে। এছাড়াও লেনোভো জেড ৫ প্রো তে থাকবে বেজেল বিহীন ডিসপ্লে আর ডিসপ্লের নীচে থাকবে ফিঙ্গারপ্রিট সেন্সার।
এর আগে লেনোভো জেড ৫ লঞ্চের আগে একাধিক মিথ্যা দাবি করেছিনেল কোম্পানবির উচ্চ পদস্থ প্রতিনিধিরা। তাই টেক দুনিয়ায় বিশ্বাসযোগ্যতা হারিয়েছে এই কোম্পানি।
লেনোভো জেড ৫ লঞ্চের আগে ৪টিবি স্টোরেজ বেজেল লেস ডিসপ্লের কথা জানালেও পরে দেখা গিয়েছিল এই ফোনের ডিজাইন হুবহু আইফোন এক্স নকল করে ডিজাইন করা হয়েছ। তাই কোম্পানির কথা বিশ্বাস করতে নারাজ বেশিরভাগ টেক বিশেষজ্ঞ।
The post ক্যামেরা স্লাইডার, ডিসপ্লের নীচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারসহ আসছে জেড ৫ প্রো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া