জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজ ডটকম ‘সুপার উইকেন্ড অফার’ ঘোষণা করেছে। এই অফারের আওতায় রাজধানীর ক্রেতাদের জন্য ১ লিটার পুষ্টি সয়াবিন তেল বিনামূল্যে সরবরাহ করছে। শুধু তাই নয়, এই সয়াবিন তেলটি দারাজ ক্রেতার বাসা পর্যন্ত পৌঁছে দিতেও কোন ডেলিভারি চার্জ নিবে না। সে অর্থে, গ্রাহক ১ লিটার সয়াবিন তেল সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন।
১ লিটার সয়াবিন তেল পাওয়ার জন্য আপনাকে অ্যানড্রয়েড বা আইওএস দ্বারা চালিত স্মার্টফোনের প্লে স্টোর থেকে `Daraz’ অ্যাপটি ডাউনলোড করতে হবে। অ্যাপে প্রবেশ করে ফোনের নিচের দিকে ‘Account’ লিখা আইকনে টাচ করতে হবে। এবার ফোনের ডান দিকে উপরে ‘Login/Sign Up’ এ স্পর্শ করতে হবে। ‘Login’ অপশনের পাশেই থাকবে ‘Sign Up’ অপশন। সাইন আপে স্পর্শ করে ‘Sign up with Email’ সিলেক্ট করতে হবে।
এবার `Full Name’ এর অংশে নিজের পুরো নাম, ইমেইল অ্যাড্রেস অংশে নিজের মেইল অ্যাড্রেস(যা দারাজে আগে ব্যবহৃত হয়নি), পাসওয়ার্ডের অংশে যেকোন একটি পাসওয়ার্ড নির্বাচন করুন। এরপর ‘Sign Up’ করুন।
ফোনের বাম দিকে এবার ‘দারাজ’ এর নিচে হ্যালো লিখে আপনার নাম প্রদর্শন করবে। এবার বাম দিকে নিচে ‘ডি’ লোগো সমৃদ্ধ ‘Home’ বাটনে স্পর্শ করতে হবে। ‘Search in Daraz’ অপশনে গিয়ে ‘Pusti’ লিখে সার্চ দিতে হবে।
এখানেই আপনি পুস্টি সয়াবিন তেল(১ লিটার) যার মূল্য ১০২ টাকা তা পেয়ে যাবেন। এখান থেকে ‘Buy Now’ অপশন সিলেক্ট করতে হবে। এবার উপরে ‘Add Address’ অপশনে যে ঠিকানায় আপনি তেলটি পেতে চান, তা দিতে হবে। এরপর নাম, ফোন নাম্বার, রিজিয়ন, সিটি, এরিয়া এবং অ্যাড্রেস দিয়ে ‘Make default shipping address’ অপশনটি অন করে দিয়ে সেভ করতে হবে।
সেভ দিয়ে বের হওয়ার সময় আবার ডিফল্ট শিপিং অ্যাড্রেস এ টাচ করতে হবে। এরপর প্রোডাক্টির মূল্যের নিচে `Enter Voucher Code’ এর ঘরে DZSUPEROFFER লিখে ‘Apply’ তে স্পর্শ করতে হবে।
দেখবেন, মোট টাকার অংশে ‘০’ টাকা দেখাবে। এবার আপনি `Place Order’ সিলেক্ট করুন। ‘পেমেন্ট সাকসেস’ বলে আপনি আপনার অর্ডার নাম্বারটি পরবর্তী স্ক্রিনে দেখতে পাবেন। এবার কন্টিনিউ শপিং দিয়ে আপনি পেজ থেকে বের হয়ে আসতে পারবেন। এবার ‘Account’ এ স্পর্শ করে ‘My orders’ থেকে আপনার অর্ডারটি পুনরায় চেক করে নিতে পারবেন।
যদি আপনি দারাজের পুরাতন গ্রাহক হন, তাহলে নতুন মেইল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে আপনিও এই অফারের আওতাভুক্ত হতে পারেন। ফোন নাম্বার এবং ঠিকানা এক হলেও একই অ্যাপ থেকে ভিন্ন ভিন্ন ইমেইল অ্যাড্রেস দিয়ে একের অধিক পুষ্টি ১ লিটার সয়াবিন তেল নেয়ার সুযোগও থাকছে এই ক্যাম্পেইনে।
প্রসঙ্গত, ২৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। সুত্র:ঢাকাটাইমস
The post বিনামূল্যে ঘরে বসে ১ লিটার তেল পাবেন কিভাবে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া