কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আঁকা প্রথম ছবি নিলামে উঠল।
বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক নিলামে বিশ্বের প্রথম কম্পিউটারে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের মাধ্যমে আঁকা ছবি ৪,৩২,০০০ মার্কিন ডলারে বিক্রি হল। এই প্রথম কোন বড় নিলাম সংস্থা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের আঁকা ছবি বিক্রি করল।
এই ছবিতে এক ব্যক্তিকে কালো কোট পরে দেখা গিয়েছে। ছবিটি সোনালি ফ্রেমে বাঁধানো রয়েছে। এক ঝলকে এই ছবিতে “এডমণ্ড দে বেলামি” কে দেখে অষ্টাদশ বা উনবিংশ শতকের কোন শিল্পকার্য বলে ভুল করতে পারেন অনেকেই।
তবে কাছে গেলে এই ছবির পার্থক্য চোখে পড়বে। দেখে মনে হবে সঠিকভাবে শেষ করা হয়নি এই ছবিটি। শিল্পীর স্বাক্ষরের পরিবর্তে এই ছবির নীচে রয়েছে অঙ্কের সমীকরণ। এই সমীকরণের মাধ্যমে এই ছবিটি আঁকা হয়েছে।
ফ্রেঞ্চ কালেক্টিভের মস্তিস্কপ্রসুত এই ছবি। শিল্পে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ছোঁইয়া দিতেই এই পরিকল্পনা করা হয়েছিল। এই ছবি আঁকার আগে কম্পিউটারে ১৫ হাজার ক্লাসিস পোট্রেট ছবি চালানো হয়।
একবার কম্পিউটারে সফটওয়্যার ছবি আঁকার নিয়ম বুঝে যাওয়ার পরে গুগল ডেভেলপার ইয়ান গুডফেলো নতুন অ্যালগোরিদন তৈরী করেন। এর পরেই একের পর এক ছবি আঁকার কাজ শুরু হয়।
মোট ১১টি ছবি পছন্দ করেছে ফ্রেঞ্চ কালেক্টিভ। এই ছবিগুলির নাম রাখা গয়েছে “বেলামি ফ্যামিলি”। এর মধ্যে একটি ছবি বৃহস্পতিবার নিউ ইয়র্কে নিলাম করা হয়েছে।
The post বিশ্বের প্রথম আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সে আঁকা ছবি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া