এই প্রথম ১২৫ সিসির স্কুটার আনলো হিরো। মডেল হিরো ডেসটিনি ১২৫। ভারতে এই স্কুটারটি বিক্রি হচ্ছে ৫৪ হাজার ৬৫০ রুপিতে।
দুইটি ভার্সনে স্কুটারটি পাওয়া যাচ্ছে। এগুলো হলো এলএক্স এবং ভিএক্স। আগামী তিন থেকে চার সপ্তাহের মধ্যে নতুন এই স্কুটার ডেলিভারি শুরু হবে।
হিরো দাবি করছে এক লিটার পেট্রোলে স্কুটারটি ৫১ কিলোমিটার মাইলেজ দেবে।
নতুন স্কুটারটিতে দেখতে অনেকটা ১১০ সিসির হিরো ডুয়েটের মতোই। এতে ডুয়েট স্কুটারের সাসপেনশান ও ব্রেক ব্যবহার করা হয়েছে।
ডেসটিনি ১২৫ স্কুটারতে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম (আইবিএস) ব্যবহার করা হয়েছে। বিশেষ ফিচার হিসেবে রয়েছে সাইড স্ট্যান্ড ইন্ডিকেটার, সার্ভিস রিমাইন্ডার, পাস সুইচ, বাইরে থেকে তেল ভরার সুবিধা।
স্কুটারটিতে ১২৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনে ৮.৭ বিএইচপি শক্তি আর ১০.২এনএম টর্ক পাওয়া যাবে। বেশি মাইলেজের জন্য এই ইঞ্জিনকে বিশেষভাবে টিউন করা হয়েছে। পাওয়ার ও স্টাইলের সঠিক সমন্বয়ে স্কুটারটি বাজারে ছাড়া হয়েছে।
The post ১২৫ সিসির নতুন স্কুটার আনলো হিরো appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া