ফুল নচ ডিসপ্লে যুক্ত দুটি নতুন মডেলের স্মার্টফোনর ছবি টেকনো স্মার্টফোনের ফেসবুক পেজে দেখা যাচ্ছে। বাংলাদেশের বাজারে টেকনো এই প্রথম নচ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন নিয়ে আসবে। মডেল সম্পর্কে জানা না গেলেও ধারনা করা হচ্ছে তাদের জনপ্রিয় ক্যামন সিরিজেই আসতে পারে স্মার্টফোন দুটি।
টেকনো স্মার্টফোনের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। দুটি আলাদা ভার্সনে স্মার্টফোনগুলো বাজারে আসবে বলে গুন্জন চলছে। স্মার্টফোনগুলোর ফিচার পূর্বের ক্যামন সিরিজের থেকে অনেকটা আপডেট হবে। হতে পারে ক্যামন সিরিজের অন্যতম ফ্লাগশিপ ডিভাইস।
উল্লেখ্য যে,ভারতে ইতিমধ্যে ফুল নচ ডিসপ্লে যুক্ত তিনটি ক্যামন সিরিজের স্মার্টফোন বাজারে ছেড়েছে। যা বাংলাদেশের টেকনো অফিসিয়াল ফেসবুক পেজে দেখা যাচ্ছে। ভারতে অবমুক্ত স্মার্টফোনগুলোর মধ্যে আছে এআই প্রযুক্তি সমৃদ্ধ ডুয়াল রিয়ার ক্যামেরা,২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা,গ্লসি বডি,ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইত্যাদি অসংখ্য লেটেস্ট ফিচার।
ইতিমধ্যে টেকনো স্মার্টফোন প্রেমীদের মধ্যে চলছে নানা গুন্জন। কেমন হতে পারে নচ যুক্ত স্মার্টফোনটি,দাম কী নাগালের মধ্যে হবে? কবে বাজারে আসবে তাদের বহুল কাঙ্খিত নচ ডিসপ্লে যুক্ত ক্যামন সিরিজের স্মার্টফোনটি !
তাই ধারনা করা হচ্ছে খুব শীঘ্রই টেকনো তাদের গ্রাহকদের সামনে নিয়ে আসবে ফুল নচ ডিসপ্লে যুক্ত স্মার্টফোন দুটি।
The post নচ ডিসপ্লের যুগে পা দিলো টেকনো স্মার্টফোন appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
