কনটেন্ট রাইটিং হল এমন এক ধরণের রাইট আপ যা কোন ওয়েবসাইট বা পেজ বা কোন পণ্য বা বিষয়ের বিস্তারিত বিবরণ প্রকাশ করে।
অনেক একে আর্টিকেল রাইটিং ও বলে থাকে । যেমন আপনি যদি ইন্টারনেটে কোন প্রডাক্ট বা কোন বিষয় নিয়ে সার্চ করেন তাহলে যে বিবরণ গুলো পান সেগুলোই হল কনটেন্ট ।
সহজ কথায় কনটেন্ট রাইটিং হল কোন বিষয়ের উপর ৩০০-১০০০ বা ২০০০ বা ততোধিক শব্দের লেখা তৈরি করা যা কোথাও থেকে কপি না করে পুরোটাই নিজের ভাষায় লেখা।
কনটেন্ট রাইটিং এর ফিউচার কেমন?
ইন্টারনেটের ব্যবহার বৃদ্ধির সাথে সাথে বেড়ে কনটেন্ট রাইটিং এর চাহিদা । কারন যেকোন কিছুর ডিজিটাল উপস্থিতি বা ইন্টারনেটে উপস্থিতি নিশ্চিত করতে আগে দরকার কনটেন্ট ।
সেই ১৯৯৬ সালে বিল গেটস বলেছিলেন “কনটেন্ট ইজ কিং’’ । ব্যাপারটা তেমনি হয়ত থাকবে কারন অন্য অনেক কাজ রোবট বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে প্রতিস্থাপন করা গেলেও লেখালেখির কাজের ক্ষেত্রে তা সম্ভব হয়নি এখনো ।
লেখালখির কাজ বা কনটেন্ট রাইটিং কত ধরণের হতে পারে?
বিভিন্ন ধরণের লেখালখির বা কনটেন্ট রাইটিং এর কাজ আছে । সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলঃ
এস ই ও কনটেন্ট রাইটিং
ওয়েব কনটেন্ট রাইটিং
অ্যাফিলিয়েট কনটেন্ট রাইটিং
ব্লগ রাইটিং
টেকনিক্যাল কনটেন্ট রাইটিং
ই-বুক রাইটিং
প্রোডাক্ট রিভিউ রাইটিং
প্রোডাক্ট ডেসক্রিপশান রাইটিং
একাডেমিক কনটেন্ট রাইটিং
প্রুফরিডিং ও এডিটিং
শর্ট আর্টিকেল রাইটিং বা স্নিপেট রাইটিং
রি-রাইটিং
প্রেস রিলিজ রাইটিং
সিভি বা রিজিউম রাইটিং
ট্রান্সলেশন
ট্রান্সক্রিপশন বা অডিও ও ভিডিও থেকে টেক্সট রাইটিং
কোন বই বা হার্ড কপি থেকে সফট কপি রাইটিং
কোম্পানির নিউজ লেটার রাইটিং
কোম্পানির ই-মেইল রাইটিং
কোম্পানির অ্যাড বা ব্রশিউর রাইটিং
স্ক্রিপ রাইটিং
নিউজ কনটেন্ট রাইটিং
সামারাইজেশন রাইটিং
পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশান রাইটিং ইত্যাদি
কনটেন্ট রাইটিং এ আয়ের নিশ্চয়তা কেমন?
অবশ্যই ভাল মানের কন্টেন্টের প্রচুর চাহিদা রয়েছে । লেখালেখি করে ২০-৩০ হাজার টাকা আয় করা খুব কঠিন কিছু না । বাংলাদেশের অনেকেই ৫০ হাজার থেকে ১ লাখ টাকা আয় করছে । অনেকেই কোথায় কিভাবে কি করতে হবে সেটা ভালভাবেই জানে এবং সেভাবে আয়ও করছে ।
কোথায় কনটেন্ট রাইটিং এর কাজ পাওয়া যায়?
অনলাইন এবং অফলাইন দুভাবেই কাজ পাওয়া যায় । ইন্টারনেটে সার্চ দিলেই বেশ কয়েকটি সাইটের নাম পাবেন যেখানে লিখে আপনি আয় করতে পারবেন । তাছাড়া লেখালেখির বিভিন্ন কমিউনিটিতে অ্যাড হয়েও অনেক কাজ পাওয়া যায় ।
The post কনটেন্ট রাইটিং কি ও কনটেন্ট লিখে কিভাবে আয় করবেন? appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া