সেপ্টেম্বরে উন্মোচন হয়েছে নতুন আইফোন ১০এক্সএস আর আইফোন ১০এক্সআর। এই দুটি ফোনের ক্যামেরায় রয়েছে স্মার্ট এইচডিআর ফিচার।
এই ফোনের ক্যামেরা সেলফি তুললে ছবিতে মুখের চামড়াকে মসৃণ দেখাচ্ছে। অন্য ক্যামেরায় ‘বিউটি মোড’ অন করে ছবি তুললে যেমন দেখায় খানিকটা সেই রকম। কিন্তু কোন ভাবেই এই অপশান বন্ধ করা যাচ্ছিল না। আর এতেই অসন্তোষ প্রকাশ করেছিলেন নতুন আইফোন গ্রাহকরা। ইন্টারনেটে এই সমস্যাকে ‘বিউটিগেট’ হিসেবে আখ্যায়িত করা হয়েছিল।
সম্প্রতি উন্মোচন হয়েছে নতুন আইওএস ১২.১। আর এই ভার্সানে এই সমস্যার সমাধান করেছে অ্যাপর । তবে আপাতত বিটা ভার্সানে রয়েছে নতুন এই আইওএস ভার্সান। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সামনে আসবে আইওএস ১২.১।
The post আইফোন গ্রাহকের এর অসন্তুষ্টির জবাব দিল অ্যাপল appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া