আরও একটি নতুন গেমিং স্মার্টফোন উন্মোচন করল শাওমির সাব ব্র্যান্ড ব্ল্যাক শার্ক। নতুন এই গেমিং ফোনের নাম ব্ল্যাক শার্ক হেলো। মঙ্গলবার চিনে উন্মোচন হয়েছে এই গেমিং ফোন।
প্রসঙ্গত এই বছর এপ্রিল মাসে বাজারে এসেছিল প্রথম ব্ল্যাক শার্ক গেমিং ফোন। এই মাসের শুরুতেই উন্মোচন হয়েছে আরো একটি গেমিং ফোন রেজার ফোন ২। তার ঠিক পরেই উন্মোচন হল ব্ল্যাক শার্ক হেলো। আগের থেকে বড় ডিসপ্লে ও তিনটি আলাদা র্যাম ভেরিয়েন্টে পাওয়া যাব এই স্মার্টফোন।
আপাতত শুধুমাত্র চিনে বিক্রি হবে এই ফোন। চিনের বাইরে ব্ল্যাক শার্ক হেলো উন্মোচন প্রসঙ্গে কোন মন্তব্য করেনি শাওমি।
গেম খেলার সময় ব্ল্যাক শার্ক হেলো ফোনের প্রসেসারকে ঠান্ডা রাখতে এই ফোনে দুটি পাইপের মাধ্যমে লিকুইড কুলিং টেকনোলজি ব্যবহার হয়েছে।
এছাড়াও ভালো কানেক্টিভিটর জন্য এই ফোনে থাকছে অতিরিক্ত অ্যান্টেনা। ব্ল্যাক শার্ক হেলো ফোনের প্রধান আকর্ষন ১০জিবি র্যাম, ৬.০১ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ব্ল্যাক শার্ক হেলো ফোনের সাথেই একটি গেম কন্ট্রোলার উন্মোচন করেছে চিনের কোম্পানিটি। এতে নির্দিষ্ট ‘শার্ক বাটন’ থাকছে, যা চেপে সরাসরি গেমিং মোডে যাওয়া যাবে। পেছনে অনুভূমিক ক্যামেরা সেটআপ, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
ছবি তোলার জন্য ব্ল্যাক শার্ক হেলো তে রয়েছে ১২ মেগাপিক্সেল+২০মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা। সাথে রয়েছে একটি ২০মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকবে একটি ৪ হাজার এমএএইচ ব্যাটারি। ব্ল্যাক শার্ক হেলো ফোনের ওজন ১৯০ গ্রাম।
The post নতুন গেমিং স্মার্টফোন উন্মোচন করল শাওমি appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
