চালকবিহীন গাড়ি নিয়ে সম্প্রতি সারা পৃথিবীতে বিস্তর গবেষণা চলছে। ইতোমধ্যে গবেষণায় সাফল্যও মিলেছে। এবার চালকবিহীন মোটরসাইকেল নিয়ে গবেষণা শুরু হলো।
গবেষণার অগ্রপথিক বিএমডব্লিউ। প্রতিষ্ঠানটির মোটরসাইকেল ডিভিশন সম্প্রতি একটি চালকবিহীন মোটরসাইকেল তৈরি করেছে। এ নিয়ে বিএমডব্লিউ একটি ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে সড়ক দিয়ে চালক ছাড়াই এগিয়ে চলেছে মোটরসাইকেলটি।
বিএমডব্লিউ’র এই চালকবিহীন মোটরসাইকেল প্রজেক্ট বর্তমানে কনসেপ্ট পর্যায়ে রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, এই বাইক ব্যস্ত সড়কে চলবে না। বরং উদ্ধার কাজে অংশ নেয়ার জন্য এই বাইক ব্যবহার করা হবে।
বাইকটি সম্পূর্ণ কম্পিউটার নিয়ন্ত্রিত। এতে রয়েছে বিশেষ সেন্সর এবং ক্যামেরা। এটি গন্তব্যে থেমে দিয়ে স্বয়ংক্রিয়ভাবে স্ট্যান্ডে ভর করে দাঁড়িয়ে থাকতে পারে।
The post বিএমডব্লিউ’র চালকবিহীন মোটরসাইকেল appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া