আমরা প্রায় সবাই পিসিতে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে থাকি। কারণ, অধিকাংশ পিসি ইউজারের কাছেই সবথেকে ভালো এবং রিলায়েবল ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। বর্তমানে গুগল ক্রোম ব্রাউজারে ফিঙ্গারপ্রিন্ট লগইন ব্যবস্থা চালু করতে যাচ্ছে গুগল। এর মাধ্যমে ম্যাকবুক প্রো ও অ্যান্ড্রয়েড স্মার্টফোনে পাসওয়ার্ড টাইপ না করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওয়েবসাইট ও ওয়েব অ্যাপগুলোতে লগইন করতে পারবেন গ্রাহক।
ইতোমধ্যেই ক্রোম ৭০ বেটা সংস্করণে ফিচারটি যোগ করা হয়েছে বলে এক ব্লগ পোস্টে নিশ্চিত করেছে গুগল।
ক্রোম ব্রাউজারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং সুবিধা যোগ করায় পাসওয়ার্ড টাইপের ঝামেলায় পড়তে হবে না। গ্রাহক চাইলে এটিকে দ্বিস্তরের নিরাপত্তা ব্যবস্থা হিসেবেও ব্যবহার করতে পারবেন বলে প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তি সাইট সিনেট।
আপাতত বেটা সংস্করণে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং ফিচার যোগ করা হলেও অক্টোবরের মাঝামাঝি এটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করবে গুগল।
The post ফিঙ্গারপ্রিন্ট লগইন থাকবে ক্রোম ব্রাউজারে appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া