বিশ্বখ্যাত কম্পিউটার এক্সেসরিস, পেরিফেরালস, গেমিং ও ভিডিও কনফারেন্সিং ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান লজিটেক সম্প্রতি অনেকগুলো নতুন পণ্য নিয়ে বাজারে দেশের বাজারে এসেছে।
আর পণ্যের বাজারজাত করবে বাংলাদেশে এক্সেল টেকনোলজিস লিমিটেড। তাদেরকে লজিটেকের পরিবেশক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা ক্লাবে লজিটেক-এর কাটিং-এজ প্রডাক্টসহ অন্যান্য ক্যাটাগরির প্রডাক্ট অবমুক্তকরণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইন্ডিয়া অ্যান্ড সাউথ-ওয়েস্ট এশিয়া অ্যাট লজিটেকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ক্লাস্টার হেড সুমন্ত দত্ত, বাংলাদেশ কম্পিউটার সামিতির সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বক্তব্য রাখেন।
সুমন্ত দত্ত বলেন, ‘এক্সেল টেকনোলজি লিমিটেডকে পরিবেশক হিসেবে নিযুক্ত করে লজিটেক অন্যতম শরিক হিসেবে ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি বাস্তবায়নে অধিকতর অবদান রাখতে সক্ষম হবে। এ ক্ষেত্রে, বিশেষ করে লজিটেক-এর অত্যাধুনিক ভিডিও কনফেরেন্সিং সিস্টেম অত্যন্ত কার্যকার ভূমিকা রাখবে।’
The post প্রযুক্তি পণ্যের বহর নিয়ে বাংলাদেশে ‘লজিটেক’ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া