বাংলাদেশে অ্যামাজন আসার বিষয়টি এখনও কনফার্ম না বলে মন্তব্য করেছেন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর জয়েন্ট সেক্রেটারি নাসিমা আক্তার নিসা। তার মতে, দেশে অ্যামাজনের মতো বড় বড় কোম্পানীগুলো আসলে দেশীয় ই-কমার্সগুলো ঝুঁকিতে পড়বে। কারণ, সবাই চাইবে অ্যামাজনের কাছ থেকে পণ্য কিনতে।
সম্প্রতি রোজধানীর ধানমন্ডী ই-ক্যাব এর প্রধান কার্যালয়ে টেকজুমটিভির সাথে একান্ত আলাপে এসব কথা বলেন ই-ক্যাব এর এই জয়েন্ট সেক্রেটারি।
নাসিমা আক্তার নিসা ওম্যান অ্যান্ড ই-কামার্স ফোরাম (উইই) এর প্রতিষ্ঠাতা। আলাপকালে তিনি ওম্যান অ্যান্ড ই-কামার্স ফোরাম এর কার্যক্রম, ই-কামার্সে নারীর অবস্থানসহ ই-কামার্সের নানান দিক নিয়ে কথা বলেন টেকজুমটিভির সাথে। আলাপের কিছু অংশ এখানে তুলে ধরা হলো-
The post ‘বাংলাদেশে অ্যামাজন আসার বিষয়টি এখনও কনফার্ম না’ appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া