বুয়েটে অনুষ্ঠিত হচ্ছে টানা তিনদিনের থ্রিপলই ডে। ২২ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী সারাদিনব্যাপী শেষ হল এই ফেস্ট। এই ফেস্টে গেমিং পার্টনার হিসেবে আছে মাদারবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান গিগাবাইট।
গেমিং ফেস্টে ১ম, ২য় ও শেষ দিনে শিক্ষার্থী, শিক্ষক ও অথিতিদের নজর কেড়েছে গিগাবাইটের স্টল।
গিগাবাইটের স্টলে শিক্ষার্থীদের জন্য ছিল প্রোডাক্ট ডিসপ্লের ব্যবস্থা।
এতে গিগাবাইটের মাদারবোর্ড, এসএসডি, কীবোর্ড, মাউস, মাউসপ্যাড ডিসপ্লে করা হয়েছিল। এর ফলে শিক্ষার্থীরা গিগাবাইটের পণ্য সম্পর্কে জানতে পারে।
গেমিংফেস্টে ফিফা ১৮, কড এবং এনএফএস প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এছাড়াও শিক্ষার্থীদের বিনোদনের জন্য ভিআর গেমিং প্রতিযোগিতার আয়োজন করে গিগাবাইট।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং গিগাবাইটের পক্ষ থেকে কুইজের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে আকর্ষণীও পুরস্কার দেওয়া হ।
The post বুয়েটে ৩ দিনের গিগাবাইট গেমিংফেস্ট অনুষ্ঠিত appeared first on Technology Bangla News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া