প্রযুক্তিতে তরুণদের উদ্ভাবনী আইডিয়াগুলো বাস্তবমুখী করতে রাজধানীতে রোবটিক্স ও আইওটি নিয়ে শুরু হয়েছে ছয় মাসব্যাপী ‘নেক্সট রোবটিক্স ফ্রন্টিয়ার’ শীর্ষক কর্মশালা।
শনিবার রাজধানীর ইএমকে সেন্টারের ল্যাবে এই কর্মশালার উদ্বোধন করা হয়। এটি যৌথভাবে আয়োজন করেছে ইনোভেশন হাব বাংলাদেশ এবং ইএমকে সেন্টার। আর পুরো অনুষ্ঠানটির বাস্তবায়ন করছে এআই রোবটিক্স।
আয়োজকরা জানান, রোবটিক্স ও আইওটি নিয়ে বাস্তবমুখী সমস্যা ও সমাধানে বিভিন্ন কৌশল নিয়েই এই কর্মশালায় ছয় মাসব্যাপী আলাপ-আলোচনা করা হবে।
ইনোভেশন হাবের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ বলেন, ‘যেসব তরুণদের মধ্যে সৃষ্টিশীল আইডিয়া আছে তাদেরকে আমরা ছয় মাসের বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে তাদের আইডিয়াগুলোকে বাস্তবে রূপান্তর করার কাজ করবো।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইএমকে সেন্টারের পরিচালক এমকে আরিফ, বেঙ্গল সি হাবের এমডি ইশিতা আজাদ, স্টার্টাপ বাংলাদেশের টিম লিডার নাঈম আশরাফী, তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের এলআইসিটি প্রজেক্টের পরামর্শক নিল এ রহমানসহ আরো অনেকে।
টেকজুমটিভি/এমআইজে
The post ‘নেক্সট রোবটিক্স ফ্রন্টিয়ারে’র যাত্রা শুরু appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া