মাঝখানে মন্দা চললেও আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মটোরোলা। এবার তারা শক্তিশালী নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে কাজ করছে। ধারণা করা হচ্ছে চলতি বছরের অগাস্টে নতুন এই ফোনের ঘোষণা আসতে পারে । সম্প্রতি প্রযুক্তি সাইট ভার্জ এক প্রতিবেদনে এই আভাস দিয়েছে ।
“মানুষ তাদের ফোন যেভাবে ব্যবহার করে আর যেভাবে এর সঙ্গে যোগাযোগ করে” তা বদলে দেবে বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয় ।
বর্তমানে বাজারে মটো জেড৩ এবং মটোরোলা ওয়ান পাওয়ার শীরঘই আসবে বলে গুঞ্জন রয়েছে। ২০১৭ সালে জুলাইয়ে একই রকম এক অনুষ্ঠানে জেড২ ফোর্স-এর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
চলতি বছর মে মাসে জযোগ্য ডিভাইসের পেটেন্ট পেলো মটোরোলা. ভাঁজ করা যাবে এমন এক ডিভাইসের জন্য পেটেন্ট করিয়ে নিয়েছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান মটোরোলা। এই পেটেন্ট অনুযায়ী ডিভাইসটিতে একটি আয়তাকার স্ক্রিন থাকবে যা ভাঁজ করে ফোনের মতো বা ভাঁজ খুলে ট্যাবলেটের মতো ব্যবহার করা যাবে।
The post স্মার্টফোনের ব্যবহার বদলে দেবে মটোরোলা নতুন ফোন appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া