নতুন থিংকপ্যাড পি৫২ মডেলের ল্যাপটপ লঞ্চ করল লেনোভো। এই ল্যাপটপের ফিচার দেখলে যে কেউ অবাক হতে বাধ্য। ল্যাপটপটিতে ভার্চুয়াল রিয়ালিটির সাপোর্ট পাওয়া যাবে।
লেনোভো থিংকপ্যাড পি৫২ তে রয়েছে অষ্টম জেনারেশনের ইন্টল জিওন হেক্সা কোর প্রসেসর, Nvidia Quadro পি৩২০০ জিপিইউ, ৬ টেরাবাইট পর্য ন্ত স্টোরেজ আর ১২৮ জিপি পর্যন্ত র্যাম। এই সপ্তাহে ল্যাপটপটি পাওয়া যাবে। তবে এর দাম সর্ম্পকে এখনো জানা যায়নি।
ল্যাপটপটিতে থাকছে ১৫.৬ ইঞ্চি ৪কে/ইউএইচডি টাচস্ক্রিন ডিসপ্লে। ভিতরে আগ্নেয়গিরির মতো কনফিগারেশান থাকলেও বাইরে থেকে এই ল্যাপটপ আর পাঁচটা থিংকপ্যাড পি সিরিজের ল্যাপটপের মতোই দেখতে। ২ টি ইউএসবি-C/Thunderbolt পোর্ট, ৩ টি ইউএসবি টাইপ এ ৩.০, একটি এইচডিএমআই ২.০, একটি হেডফোন জ্যাক ও একটি এসডি কার্ড রিডার থাকবে। কানেক্টিভিটির জন্য থাকবে ব্লুটুথ ৫, ওয়াইফাই 802.11ac, Gigabit Ethernet ও অপশানাল Cat 9 4G LTE. । ল্যাপটপটির ওজন মাত্র ২.৫ কিলোগ্রাম।
এর সাথেই থাকবে একটি ইনফ্রারেড ক্যামেরা আর একটি ৭২০পি ক্যামেরা।
The post ৬ টেরাবাইটের ল্যাপটপ আনলো লেনোভো appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া