দুই বা তিন না পাঁচ থেকে নয় ক্যামেরার স্মার্টফোন বানাতে কাজ করছে ডিজিটাল ফটোগ্রাফি ও ক্যামেরা নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান লাইট। এই স্মার্টফোন দিয়ে ৬৪ মেগাপিক্সেল ছবি ধারণ করা যাবে বলে প্রতিবেদনে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, লাইট নামের ওই উদ্যোক্তা প্রতিষ্ঠান ১৬ লেন্সযুক্ত ক্যামেরা সিস্টেম তৈরি করে আলোচনায় আসে। এবারে তারা স্মার্টফোনে নয় লেন্সের ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে।
অ্যাপলের আইফোনের চেয়ে খুব বেশি পুরু নয় স্মার্টফোনটি। ছবিগুলো একসঙ্গে জোড়া লাগাতে অভ্যন্তরীন প্রসেসিং ব্যবহার করে এটি।
স্মার্টফোনটি তৈরিতে ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানটিতে বিনিয়োগ করেছে ফক্সকন। চলতি বছরের শেষ দিকে একের অধিক লেন্সযুক্ত স্মার্টফোনটি উন্মোচন করতে পারে লাইট।
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, প্রতিটি আলাদা ছবি ধারণের জন্য ব্যবহৃত লেন্স এবং সেগুলো একসঙ্গে জোড়া দিতে যে প্রসেসিং ক্ষমতা দরকার তা সস্তা নয়। ১৬টি লেন্সের একটি লাইট ক্যামেরার দামই পড়ে প্রায় দুই হাজার মার্কিন ডলার।
২০১৫ সালে ১৬টি লেন্সযুক্ত এল১৬ ক্যামেরা উন্মোচন করেছে লাইট। ২০১৭ সালে বাজারে আসা এই ক্যামেরা দিয়ে ৫২ মেগাপিক্সেল ছবি ধারণা করা যায়।
এ স্মার্টফোনের আরেকটি বিশেষত্ব হচ্ছে এর ভাঁজ করা ডিসপ্লে। ইটিএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ব্যাপকভাবে ভাঁজ করা ওএলইডি ডিসপ্লে তৈরিতে কাজ করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ভাঁজ করা স্মার্টফোনে তারাই ডিসপ্লে সরবরাহের কাজ করতে পারে।
The post নয় ক্যামেরার স্মার্টফোন আনছে লাইট appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া