তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুমডটটিভি// সিনেমার শুটিংয়ের জন্য উচ্চমানের ক্যামেরা তৈরি করে থাকে রেড।এটিকে ‘বিশ্বের প্রথম হলোগ্রাফিক মিডিয়া মেশিন’ হিসবে দাবী করেছে প্রতিষ্ঠানটি।
এবার ‘হাইড্রোজেন ওয়ান’ নামে দামী এই স্মার্টফোন উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-এর প্রতিবেদনে।
৫.৭ ইঞ্চি হলোগ্রাফিক পর্দার এই স্মার্টফোনটি চলবে গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিভাইসটির পর্দা গেইমের মতো প্রথাগত ২ডি কনটেন্ট এবং হলোগ্রাফিক ৩ডি কনটেন্টের মধ্যে পরিবর্তনযোগ্য।নিজস্ব ফাইল ফরম্যাট ‘হাইড্রোজেন ৪-ভিউ কনটেন্ট’ সমর্থন করবে স্মার্টফোনটি। রেড চ্যানেল-এর মাধ্যমে এতে কনটেন্ট মজুদ করা হবে, যার মাধ্যমে ব্যবহারকারী হলোগ্রাফিক গেইম এবং সিনেমা স্ট্রিম করতে পারবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “একটি খোলসে ব্যক্তিগত যোগাযোগ, তথ্য সংগ্রহ, হলোগ্রাফিক মাল্টিভিউ, ২ডি, ৩ডি, এআর/ভিআর/এমআর এবং ছবি ধারণের ভবিষ্যত একেবারে পরিবর্তন হচ্ছে।”
দুইটি মডেলে পাওয়া যাবে স্মার্টফোনটি। অ্যালুমিনিয়াম মডেলের দাম বলা হচ্ছে ১১৯৫ মার্কিন ডলার। আর টাইটেনিয়াম মডেলের মূল্য রাখা হয়েছে ১৫৯৫ মার্কিন ডলার, বর্তমান বাজারের অন্যান্য স্মার্টফোনগুলোর তুলনায় অনেক বেশি।
ডিভাইসটি নিয়ে সিসিএস ইনসাইট-এর গবেষণা প্রধান বেন উড বলেন, “কোনোভাবে এটি একটি বিভ্রান্তিকর ডিভাইস। উচ্চ ক্ষমতার ক্যামেরা তৈরিতে খ্যাতি রয়েছে রেড -এর এবং সন্দেহাতীতভাবে ডিভাইসটির হলোগ্রাফিক পর্দার সঙ্গে এটি একটি আকর্ষণীয় বিষয় হবে। তবে বিস্তারিত তথ্য না পাওয়া পর্যন্ত এটি বিচার করাটা কঠিন।”
২০১৮ সালের প্রথম প্রান্তিকে স্মার্টফোনটি বাজারে আনার প্রত্যাশা করছে রেড।
টেকজুম/৯ জুলাই/এমআইজে
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া