তথ্যপ্রযুক্তি ডেস্ক, টেকজুমডটটিভি// স্মার্টফোনের রাজত্ব চলছে সারা দুনিয়ায়। এটি হাতে থাকা মানেই সারা দুনিয়া আপনার হাতের মুঠোয় থাকা। কিন্তু সমস্যা হয় যখন ব্যাটারিতে চার্জ না থাকে। সেই সমস্যা থেকে মুক্তি পেতে বিজ্ঞানীরা এবার আবিস্কার করেছে ব্যাটারি বিহীন ফোন।
সম্প্রতি ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ব্যাটারি বিহীন ফোন চলার পদ্ধতি আবিস্কার করেছে।
জানা যায়, এ ফোনের কোন ব্যাটারি বা চার্জের প্রয়োজন হবে না।
প্রযুক্তি বিষয়ক একটি ওয়েবসাইট থেকে জানা যায়, এটি কাজ করবে আশেপাশের আলোকতরঙ্গ বা রেডিও সিগন্যালের সাহায্যে। বৈদ্যুতিক চার্জের প্রয়োজন হবে না। একটি নমুনা (প্রোটোটাইপ) মোবাইল ফোন তৈরি করেছেন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ‘এক্সসাম্পেল’ ফোনটি মাত্র তিন মাইক্রোওয়াট বিদ্যুৎ পেলেই কাজ করবে। ফলে এ জন্য চার্জারের প্রয়োজন হবে না।
আরো জানা যায়, এ ফোনগুলি স্কাইপ-এর সাহায্যে এই মোবাইলে কল রিসিভ ও কনভারসেশন চালনো যাবে।
টেকুজুম/৯ জুলাই/এসআর
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া