দেশের শীর্ষ স্থানীয় তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অন্যতম প্রতিষ্ঠান রেইজ আইটি সলিউশনস্। প্রতিষ্ঠানটি জন্ম থেকেই একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও ব্র্যান্ড হয়ে উঠার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর ধারাবাহিকতায় তাদের বিভিন্ন উদ্যোগ দেশে ও বিদেশে প্রশংসিত হয়েছে এবং অতি অল্প সময়ে দেশের তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ সংস্থা বেসিসের অ্যাওয়ার্ড এবং আন্তর্জাতিক স্বীকৃত এশিয়ার অস্কারখ্যাত অ্যাপিকটা মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার অর্জন করতে সক্ষম হয়, তাদেরই উদ্ভাবিত প্রজেক্ট রিটস ব্রাউজার।
রিটস ব্রাউজার পৃথিবীর ২১৩ দেশের ১৩ লাখেরও বেশী মানুষ রিটস ব্রাউজারটি ব্যবহার করছে। যার প্রমাণ মাত্র ১১ মাসে গুগল প্লে স্টোর রেটিং ৪ দশমিক ৫ এবং ১ দশমিক ৫ মিলিয়ন ডাউনলোড হয়েছে ।
সব ধরনের সুবিধা দিতে সক্ষমতা রয়েছে ব্রাউজারটি। নেট ব্রাউজিং থেকে শুরু করে কেনাকাটাসহ জীবনের যাবতীয় সমস্যা সমাধানে প্রথমে থাকবে রিটস ব্রাউজার।
রিটস ব্রাউজা জন্য বিশেষ কিছু সুবিধা দিয়েছে প্রতিষ্ঠানটি ব্যবহারকারীরা ভিডিওগুলো উপভোগ করার সঙ্গে সঙ্গে ডাউনলোডের সুবিধাও পাবে। ডাউনলোডের জন্য বিকল্প কোনো অ্যাপসের প্রয়োজন হবে না। একই সাথে এই ব্রাউজারে পাওয়া যাবে লাইভ টেলিভিশন। ২৫ টার ওপরে লোকাল এবং আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল ও রেডিও।
The post জনপ্রিয়তার শীর্ষ রয়েছে দেশিয় ব্রাউজার ‘রিটস’ appeared first on Technology News - Photos, Videos, Reviews, Downloads and Update:.
অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া