কার্ল জেইস লেন্স সমৃদ্ধ ‘নকিয়া ৮’ আসছে

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, টেকজুমডটটিভি// দীর্ঘদিন ধরে বাজারে না থাকলেও সদ্য বিক্রি শুরু করেছে বহুল আলোচিত ফিনল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান নকিয়ার স্মার্টফোন।  ‍শুরুতে তারা নকিয়া ৩, ৫, এবং ফিচার ফোন ৩৩১০ বাজারজাত করেছে। এবার মনোযোগ ফ্ল্যাগশিপ ডিভাইসে। খুব শিগগিরিই বাজারে আসবে এ স্মার্টফোন। এটির মডেল নকিয়া ৮।

ভেজেললেস ডিসপ্লে, আইরিস স্ক্যানারসহ বেশ কিছু বৈচিত্র থাকতে পারে এ ফোনটিতে। এ ছাড়া এতে কার্ল জেইস লেন্স থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে। নকিয়া ব্র্যান্ডের স্মার্টফোন তৈরির জন্য ব্র্যান্ড লাইসেন্স কিনেছে এইচএমডি গ্লোবাল।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ইন্ডিয়া টুডে নকিয়া ৮নিয়ে থেকে এ তথ্য প্রকাশ করেছে। এ ছাড়াও খুব শিগগিরিই এটি বাজারে আসছে বলেও গুঞ্জন রয়েছে।

ধারণা করা হচ্ছে, এটিতে থাকবে ৫.৩ ইঞ্চি কিউএইচডি ডিসপ্লে । ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর আইরিশ স্ক্যানার। স্ন্যাপড্রাগন ৮৩৫ এসওসি চিপসেট। এছাড়াও ৪ বা ৬ জিবি র‍্যামের এ ফোনটি নিয়ে গুজব রয়েছে বিশেষ কোনো সংস্করণ ৮ জিবি র‍্যাম নিয়েই আসতে পারে। অভ্যন্তরে ৬৪ জিবি স্টোরেজ ছাড়াও মাইক্রোএসডি কার্ড তো থাকছেই।

সামনে ১৩ মেগাপিক্সেল এবং রিয়ার ক্যামেরা হতে পারে ২৩ মেগাপিক্সেলের। অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনটিত ভ্যানিলা অ্যান্ড্রয়েডের অভিজ্ঞতা পাওয়া যাবে।

নকিয়া ৮ স্মার্টফোনে ব্যবহৃত হবে কোয়ালকমের তৈরি সর্বশেষ প্রযুক্তির প্রসেসর-স্ন্যাপড্রাগন ৮৩৫। এছাড়াও ধারণা করা হচ্ছে, নকিয়ার নতুন স্মার্টফোন দুটি সংস্করণে বাজারে আসবে। একটি হবে সাশ্রয়ী দামের মডেল ও আরেকটি হবে প্রিমিয়াম মডেল। এর দাম হতে পারে ৭৪৯ ইউরো।

টেকজুম/৮জুলাই/এসআর


অরিজিনাল পোস্ট
পোস্টটি Techzoom থেকে নেওয়া
Thank you for reading this article on কার্ল জেইস লেন্স সমৃদ্ধ ‘নকিয়া ৮’ আসছে on the Apps For Life bd blog if you want to spread this article please include links as Source, and if this article useful please bookmark this page in your web browser, with How to press Ctrl + D on your keyboard button.

Latest articles: